ঢাকা, ০৭ এপ্রিল (ইউএনবি)- পেট্রোবাংলার অফিসিয়াল ওয়েবসাইট- www.petrobangla.org.bd অজ্ঞাত হ্যাকারদের কবলে পড়েছে।
তেল-গ্যাস বিষয়ক রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, হ্যাক হওয়ার বিষয়টি রবিবার বিকালে তাদের নজরে আসে।
সাইবার অপরাধীরা হ্যাকিংয়ের পর ওয়েবসাইটে তাদের নোটিশ ঝুলিয়ে দিয়েছে। এতে লেখা রয়েছে, ‘হ্যাকড বাই এন৩৩এলওবি৩৩।’ তবে নোটিশে আরও বলা হয় যে, সব ডাটা নিরাপদ রয়েছে।
ওয়েবসাইট হ্যাকিংয়ের জন্য দায়ীদের পেট্রোবাংলার কর্মকর্তারা চিহ্নিত করতে পারেননি।
প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম ইউএনবিকে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ‘তারা এখন এটি সার্ভার থেকে ব্লক করে দিয়েছেন। তারা আশা করছেন যে সোমবারের মধ্যে সাইটটি উদ্ধার করা সম্ভব হবে।’
দেশের জ্বালানি খাতের মূল সরকারি সংস্থা পেট্রোবাংলা। তারা তেল ও গ্যাস অনুসন্ধান, কয়লা ও অন্যান্য খনিজ আহরণ, গ্যাস আমদানি, সঞ্চালন ও বিতরণের মতো কাজ করে থাকে। তাদের অধীনে রয়েছে ১২টি কোম্পানি।