উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১০ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থগিত হওয়া পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী ১১ আগস্ট থেকে শুরু হবে বলে জানান অধ্যাপক তপন।
আরও পড়ুন: ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত
তিনি আরও জানান, পরে বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার নতুন সময়সূচি জানানো হবে।
এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান অসন্তোষের কারণে ২৮, ২৯, ৩১ ও ১ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয় সরকার।
আরও পড়ুন: আরও ৩ দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত