মেহেরপুরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে নিলুফা ইয়াসমিন নামে এক হোমিও চিকিৎসককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১ হাজার ১৪৪ বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ করা হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল ৪টার দিকে গাংনী উপজেলা শহরের জেলা পরিষদ মার্কেটের হাফিজ হোমিও হল থেকে ৬২ বোতল ও তার বাড়ি থেকে ১ হাজার ৮২ বোতল স্পিরিট জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন টাস্কফোর্সের প্রধান গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা। অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেহেরপুর জেলা অফিসের সহকারি পরিচালক মিজানুর রহমান।