চলমান ‘কঠোর লকডাউনের’ মেয়াদ আগামী ২২ জুলাই পর্যন্ত বাড়িয়ে শর্তসাপেক্ষে বিধিনিষেধ শিথিল হতে পারে।
সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক তথ্যবিবরণীতে এই তথ্য জানিয়ে।
তথ্যবিবরণীতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আগামী ২৩ জুলাই থেকে আবার ‘কঠোর লকডাউন’ আরোপ করা হতে পারে।
আরও পড়ুনঃ ৫০ শতাংশ যাত্রী নিয়ে ১৫ জুলাই থেকে চলবে ট্রেন
করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মক বৃদ্ধি পাওয়ায় সরকার সারাদেশে যাত্রীবাহী ট্রেনসহ সকল প্রকার গণপরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে লকডাউন দিয়েছে। গত ৭ জুলাই মধ্যরাত থেকে নতুন করে আরোপ করা লকডাউন আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত চলবে।