এ বিষয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স অভিযানকালে ইসলামবাগ ও শহীদনগর এলাকার রাসায়নিক গুদামের গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও সচিব মো. মোস্তফা কামালসহ অন্য কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন।
গুদাম মালিকদের শনিবারের মধ্যে মালামাল অন্যত্র সরিয়ে নিতে বলা হয়েছে। তা না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে রাসায়নিক পদার্থ স্থানান্তর করা হলে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ পুনরায় দেয়া হবে বলে ডিএসসিসি সূত্র জানিয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বিস্ফোরক অধিদপ্তর, ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।