দেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের তথ্যমতে, ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫ জন। ঢাকার বাইরে অন্যান্য বিভাগে হাসপাতালে ভর্তি আছেন একজন ডেঙ্গু রোগী।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৩৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৪৯ জন সুস্থ হয়েছেন।
প্রসঙ্গত, গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। সরকারি পরিসংখ্যান অনুসারে, এডিশ মশাবাহিত এ রোগে গত বছর ১৭৯ জন মারা যান।