গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির ৫৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আদালত অবমাননার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও দলের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে ৬১৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
আরও পড়ুন: মিরপুরে বাস পোড়ানোর ঘটনায় ‘বিরোধী দলের’ ৪ কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব
উল্লিখিত সময়ে (২৮ অক্টোবরের পর) সহিংসতা ও নাশকতা প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে রাজধানীতে ১৪৫টি এবং সারাদেশে ৪২৫টিরও বেশি টহল দল মোতায়েন করা হয়েছে।
এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের শক্তিশালী টহল দল মোতায়েন করা হচ্ছে।