রাজধানীর মিরপুরে ১৮ নভেম্বর বসুমতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় সোমবার ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আল মোহাম্মদ চাঁন (২৭), মো. সাগর (২৫), মো. আল আমিন ওরফে রুবেল (২৯) এবং মো. খোরশেদ আলম (৩৪)।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী- গতকাল রাতে মিরপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান গ্রেপ্তার
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তারা একটি বিরোধী দলের কর্মী। তাদের মধ্যে একজন তাদের দলের শীর্ষ নেতাদের নির্দেশে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল।’
১৮ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মিরপুরের কালশী এলাকায় বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।
আরও পড়ুন: রাজধানীতে চার সহযোগীসহ যুবদল নেতা গ্রেপ্তার
নাশকতার অভিযোগে ২৮ অক্টোবর থেকে ৫৬২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব