সংস্থার জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় শুক্রবার জানান, এখন পর্যন্ত হটলাইন নম্বরে ১২ হাজার ১৪৯ জন নাগরিক ফোন করে খোঁজ নিয়েছেন এবং তার মধ্যে তিন হাজার ৬৮৩ জন খাদ্যসামগ্রী বাসায় পৌঁছে দেয়ার জন্য নিবন্ধন করেছেন।
তিনি বলেন, নিবন্ধনভুক্ত দুই হাজার ২২১ জনের বাসায় ইতোমধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। অবশিষ্ট এক হাজার ৪৬২ জনের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
উত্তম কুমার রায় বলেন, লোকলজ্জার ভয়ে লাইনে দাঁড়িয়ে অথবা পরিবারের সদস্যদের সম্মুখে খাদ্যসামগ্রী গ্রহণে বিব্রতবোধকারীদের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে।
এ কার্যক্রমের আওতায় সেবা গ্রহণে আগ্রহীদের চলমান হটলাইন ০১৭০৯৯০০৭০৩ এবং ০১৭০৯৯০০৭০৪ নম্বরে ফোন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ডিএসসিসির এ কর্মকর্তা জানান, একই সাথে ডিএসসিসি নিয়মিত কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে।