শনিবার সন্ধ্যায় রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘ভোট ভালো হয়েছে। যারা গিয়েছেন তারা ভোট দিতে পেরেছেন। কোনো ভোটার বলেননি যে ভোট দিতে গিয়ে তা দিতে পারেননি।’
ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়ার ব্যাপারে সিইসি বলেন, ‘কোনো এজেন্ট আমাদের কাছে কোনো অভিযোগ করেননি। আমি যেখানে গিয়েছি সেখানে এজেন্ট ছিল সব দলের। আমি যেখানে ভোট দিয়েছি সেখানে বিএনপি ও আওয়ামী লীগের এজেন্ট ছিল। ভোটকেন্দ্রে যাওয়ার দায়িত্ব এজেন্টদের। আর কেন্দ্রে গিয়ে থাকার পর যদি বের করে দেয় তাহলে এজেন্টদের অভিযোগ করতে হবে। এমন অভিযোগ আমি পাইনি, নির্বাচন কমিশন পায়নি।’
তিনি আরও বলেন, ‘যারা ভোট দিয়েছেন তারা কেউই ইভিএমের বিরোধিতা করেননি, ইভিএম যে খারাপ সে কথা বলেননি। কেউ বলেছে একটু জটিল তাই দেরি হয়েছে। তবে অধিকাংশ বলেছে আমরা ইভিএমে ভোট দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেছি।’
ইভিএমে সহজে ও সঠিকভাবে ভোট দেয়া সম্ভব হয় উল্লেখ করে নুরুল হুদা বলেন, ‘ইভিএমে কখনও একজনের ভোট আরেকজন দিতে পারেন না। একবার ভোট দেয়া হয়ে গেলে ওই লোক আবার দ্বিতীয়বার ভোট দিতে পারেন না।’
রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা সম্পর্কে তিনি বলেন, এর কারণ এখনই বলা যাবে না। এটা তদন্তের বিষয়।