তারা হলেন- সাবেক মন্ত্রী ও এমপি ব্যারিস্টার এম আমিনুল ইসলাম, সাবেক এমপি এবিএম তালেব আলী, আবদুল আলী মৃধা, মুক্তিযোদ্ধা এম আবদুল মজিদ মাস্টার ও মুক্তিযোদ্ধা একেএম বাজুল করিম।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে শোক প্রস্তাবটি উত্থাপন করেন।
এছাড়া শেখ রেহানার ভাসুর ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সাবেক ব্যবস্থাপনা পরিচালক রফিক আহমেদ সিদ্দিক, প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও পরিচালক ও অধ্যাপক মমতাজউদদীন আহমদ, একুশে পদকপ্রাপ্ত নন্দিত সংগীতশিল্পী সুবীর নন্দী, একুশে পদকপাপ্ত কবি হায়াত সাইফ, একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী ও গবেষক খালিদ হোসেন, কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে সড়ক দুর্ঘটনায় নিহত অতিরিক্ত আইজিপি রওশন আরা, অভিনেতা আনিসুর রহমান, সালেহ আহমেদ এবং অভিনেত্রী মায়া ঘোষের মৃত্যুতে সংসদ অধিবেশনে শোক প্রকাশ করা হয়।
ঘূর্ণিঝড় ফণী, রাশিয়ার বিমান দুর্ঘটনা এবং দেশ-বিদেশের বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের স্মরণেও শোক প্রকাশ করা হয়।
নিহতদের আত্মার শান্তি কামনা করে জামালপুর -২ আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খানের পরিচালনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া নিহতদের স্মরণে সংসদ সদস্যরা এক মিনিট নীরবতা পালন করেন।