ঝিনাইদহ, ০২ সেপ্টেম্বর (ইউএনবি)- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাপুর এলাকা থেকে রবিবার সকালে ৭০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব।
এসময় ফেনসিডিল বহনকারী পিকআপ জব্দ ও চালক ফিরোজ মোল্লাকে (২৯) আটক করা হয়েছে। সে ফরিদপুর জেলার ভাটিকানাইপুর গ্রামের মো. ফজলু মোল্লার ছেলে
ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঘটনাস্থলে মালবাহী একটি পিকআপ ভ্যানকে (ঢাকা মেট্রো-ন ১৮-৬০০৭) থামানোর সংকেত দিলে চালক পিকআপভ্যান থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় র্যাবের টহলদল তাকে আটক করে। পরে ভ্যানটিতে তল্লাশি করে দুটি সাদা প্লাস্টিকের বস্তায় ভর্তি ৭০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়,পিকআপ ভ্যানটির সামনের দিকে আলুভর্তি বস্তা ছিল। এর ভিতরের দিকে ফেনসিডিল লুকায়িত অবস্থায় রাখা হয়।
জব্দ করা ফেনসিডিল ও পিকআপভ্যান এবং আটক ফিরোজ মোল্লাকে কালীগঞ্জ থানায় হস্তান্তার করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।