সাভারের বারৈপাড়া এলাকা থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির প্রতিটি ৩০ কেজি ওজনের ৪৩ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
ওই এলাকায় বুধবার বিকালে অভিযান চালিয়ে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়। এর আগে ৯৯৯ নম্বরে ফোন পায় পুলিশ।
আটকরা হলেন- গাজীপুরের কালিয়াকৈরের বাসিন্দা আমুল হোসেন (৪৫) ও ইদ্রিস (৪২)।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, বুধবার বিকাল ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক কলার সাভারের বারৈপাড়া থেকে ফোন করে জানান, কিছু ব্যক্তি সরকারি ত্রাণের চাল চুরি করে গুদামজাত করছে।
এ সংবাদ পেয়ে সাভার মডেল থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায় এবং সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১,২৯০ কেজি চাল উদ্ধার ও দুজনকে আটক করে।
এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।