সফররত জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জিন-পিয়েরে ল্যাক্রোইক্স বাংলাদেশ থেকে আরও শান্তিরক্ষী নিয়োগের বিষয়ে বিশেষ বিবেচনার আশ্বাস দিয়েছেন।
রবিবার সামরিক সদর দপ্তরে ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানের সঙ্গে সাক্ষাৎকালে ল্যাক্রোইক্স এ আশ্বাস দেন।
ভারপ্রাপ্ত সেনাপ্রধান সফররত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলকে শান্তিরক্ষা মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের অনুরোধ জানান।
ল্যাক্রোইক্স জাতিসংঘ মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ থেকে আরও শান্তিরক্ষী নিয়োগের বিষয়ে বিশেষ বিবেচনার আশ্বাস দেন।
আরও পড়ুন: মালিতে আইইডি বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত
দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী পাঠানোর জন্য তিনি বাংলাদেশ এবং বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।
বৈঠকে ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ নিয়োগের জন্য বাংলাদেশি এবং বিশেষ করে নারী শান্তিরক্ষীদের নিয়োগের বিষয়েও আলোচনা হয়।ভারপ্রাপ্ত সেনাপ্রধান জাতিসংঘ কর্মকর্তাকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন: মালিতে ৩ বাংলাদেশি শান্তিরক্ষীর ওপর হামলার ঘটনায় মার্কিন দূতাবাসের দুঃখ প্রকাশ
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল চলতি বছরের ডিসেম্বরে ঘানার রাজধানী আক্রাতে অনুষ্ঠিতব্য শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের-২০২৩ প্রস্তুতি সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ সফরে এসেছেন।
বাংলাদেশ, কানাডা ও উরুগুয়ে যৌথভাবে আয়োজন করছে ‘ওমেন ইন পিস’ শীর্ষক এই সম্মেলন। গত কয়েক দশক ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যে গতিশীল প্রবণতা গড়ে তুলেছে তাতে বাংলাদেশ একটি অগ্রণী অবস্থানে রয়েছে।
গত কয়েক বছর ধরে শান্তিরক্ষী পাঠানোর ক্ষেত্রেও বাংলাদেশ এক নম্বর দেশ। বাংলাদেশ থেকে প্রেরিত সদস্য সংখ্যা প্রতি বছর বাড়ছে। শান্তিরক্ষা মিশনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও বাংলাদেশ শক্তিশালী অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসা জাতিসংঘ কর্মকর্তাদের