সম্প্রতি মালিতে জাতিসংঘের তিন বাংলাদেশি শান্তিরক্ষী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলায় আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
মঙ্গলবার মার্কিন দূতাবাস বলেছে, ‘আমরা মালিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য শান্তিরক্ষীদের অবিচল অঙ্গীকার ও আত্মত্যাগের প্রশংসা করি।’
দূতাবাস তাদের সবার দ্রুত আরোগ্য কামনা করেছে।
আরও পড়ুন: মালিতে আইইডি বিস্ফোরণে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী আহত
এর আগে, সোমবার বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের 'সাহস ও নিষ্ঠার' প্রশংসা করে যুক্তরাষ্ট্র।
২০২৩ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অংশগ্রহণকারী দেশ।
১৯৪৮ সাল থেকে ২০ লাখেরও বেশি পোশাকধারী ও বেসামরিক কর্মী বিশ্বজুড়ে জাতিসংঘের ফিল্ড মিশনে দায়িত্ব পালন করেছেন।
সোমবার পালিত আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে তাদের অবদান তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা যুক্তরাষ্ট্রের