অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মাথাপিছু আয় হবে কমপক্ষে সাড়ে ১২ হাজার মার্কিন ডলার এবং 'স্মার্ট বাংলাদেশ'-এ ২০৪১ সালের মধ্যে অর্জন করা লক্ষ্যমাত্রা-তে ৩ শতাংশেরও কম মানুষ দারিদ্র্যসীমার নিচে থাকবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের 'স্মার্ট বাংলাদেশে' মাথাপিছু আয় হবে কমপক্ষে সাড়ে ১২ হাজার ডলার; ৩ শতাংশেরও কম মানুষ দারিদ্র্যসীমার নিচে থাকবে এবং চরম দারিদ্র্য শূন্যে নেমে আসবে; মূল্যস্ফীতি ৪-৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে; বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে থাকবে; রাজস্ব-জিডিপি অনুপাত ২০ শতাংশের ওপরে হবে; এবং বিনিয়োগ হবে জিডিপির ৪০ শতাংশ।’
২০৪১ সালের মধ্যে 'স্মার্ট বাংলাদেশ' গড়তে গত দেড় দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও অবকাঠামোসহ সব ক্ষেত্রেই অভূতপূর্ব উন্নতি সাধন করেছে এবং একটি উন্নত ও সমৃদ্ধির টেকসই ভিত্তি স্থাপন করেছে।
‘এর ভিত্তিতেই ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রীর চিন্তা অনুযায়ী আমাদের 'স্মার্ট বাংলাদেশ' হবে। চারটি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে ‘স্মার্ট বাংলাদেশের’ স্বপ্ন বাস্তবায়িত হবে- (১) স্মার্ট নাগরিক (২) স্মার্ট সরকার (৩) স্মার্ট সোসাইটি এবং (৪) স্মার্ট ইকোনমি।
আরও পড়ুন: ২০২৩-২৪ অর্থবছর থেকে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হবে
তিনি বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশে বাংলাদেশ শতভাগ ডিজিটাল অর্থনীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক সাক্ষরতা অর্জন করবে। ‘স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে সবার দোরগোড়ায়। স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা এবং টেকসই নগরায়ন সহ নাগরিকদের প্রয়োজনীয় সমস্ত পরিষেবা তাদের দোরগোড়ায় থাকবে। একটি কাগজবিহীন এবং নগদবিহীন সমাজ তৈরি করা হবে।’
সবচেয়ে বড় কথা, স্মার্ট বাংলাদেশে ন্যায়বিচার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে বলে জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘বর্তমান মেয়াদের জন্য আমাদের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার হলো টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা। প্রধানমন্ত্রী ইতোমধ্যে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এখন তিনি ‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠার জন্য একটি মহৎ দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন, যা জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করবে।
আরও পড়ুন: ৭৬১,৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী