মানুষ বাঁচলে দেশ বাঁচবে এ বিশ্বাস থেকে তাদের সকল উদ্যোক্তা, পরিবেশক, বিক্রয়কর্মীসহ নগদ পরিবারের প্রায় ২ লাখ সদস্যের চিকিৎসার এ দায়িত্ব নিয়েছে নগদ।
করোনাভাইরাসের কারণে সবকিছুই থমকে যাওয়ার মধ্যেও ‘নগদ’ দেশ, মানুষ আর নিজের কর্মীদের জন্য নিয়েছে নানা রকম মানবিক পদক্ষেপ।
মানুষের পাশে থাকার প্রত্যয় থেকে এ দুর্যোগের সময়েও মানুষের ভোগান্তি কমাতে এবং মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দিতে নগদ-এর উদ্যোক্তা, পরিবেশক, বিক্রয়কর্মীসহ প্রতিষ্ঠানটির কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিষ্ঠানের প্রতি নিবেদিত কর্মীদের ও তাদের পরিবারের পাশে থাকার প্রয়াসে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে নগদ কর্তৃপক্ষ।
উল্লেখ্য, নগদ তার কর্মীদের নিরাপত্তাকে বিবেচনায় নিয়ে গত ২৫ মার্চ থেকে কর্মীরা ‘হোম অফিস’ করছেন। এ দুর্যোগের সময় কেউ যেন আতঙ্কিত না হন, তার জন্য নিয়মিত যোগাযোগ রাখছেন তরা।
এছাড়াও, সংকটময় এ পরিস্থিতিতে মার্চেন্ট টু মার্চেন্ট খরচ ৬ টাকায় নামিয়ে আনা, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের ক্ষেত্রে মাশুল না নেয়া এবং মাসে প্রথম এক হাজার টাকা ক্যাশ আউটে চার্জ না নেয়ার মতো সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে নগদ।