চায়না সেন্ট্রাল টেলিভিশন দুপুরের সংবাদে সংক্ষিপ্ত ঘোষণায় জানায়, চাঁদে অভিযান চালানো নভোযান চাং’ই-৪ সকাল ১০টা ২৬ মিনিটে অবতরণ করেছে।
চাঁদের দূরবর্তী অংশ পৃথিবীর মুখোমুখী অংশের বিপরীতে অবস্থিত এবং তা তুলনামূলকভাবে অনাবিষ্কৃত রয়ে গেছে। একে চাঁদের অন্ধকার অংশ (ডার্ক সাইড) বলেও ডাকা হয়। এতদিন পর্যন্ত সেখানে কোনো নভোযান অবতরণ করেনি।
মহাকাশের নতুন শক্তি হয়ে উঠা চীনের ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষার প্রদর্শনী হয়ে গেল আজকের এ অবতরণে। এর আগে ১৯৭৬ সালে সোভিয়েত ইউনিয়নের লুনা-২৪ চাঁদে অবতরণ করার পর প্রথম নভোযান হিসেবে ২০১৩ সালে চাঁদের মাটি স্পর্শ করে চাং’ই-৩।
গত ৮ ডিসেম্বর দক্ষিণ চীনের শিচ্যাঙ স্যাটেলাইট লাঞ্চ সেন্টার থেকে দ্য লং মার্চ থ্রিবি রকেটে চড়ে চাং’ই-৪ পৃথিবী ছেড়ে যায়।
চীনের পরিকল্পনা অনুযায়ী আগামী বছর চাং’ই-৫ চাঁদে যাবে এবং নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে আসবে। ১৯৭৬ সালের পর প্রথমবারের মতো এ ঘটনা ঘটবে।