বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্র জানায়, রবিবার রাত ৯টার দিকে মোবাইল অপারেটরদের এ নির্দেশনা দেয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
নির্দেশ পাওয়ার দেড়ঘণ্টা পরই মোবাইল অপারেটররা থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ করে দেয়।
এর আগে প্রায় ২৮ ঘণ্টা স্থগিত থাকার পর সন্ধ্যা থেকে দেশের টুজি, থ্রিজি ও ফোরজি মোবাইল সেবা পুনরায় চালু করা হয়।
মোবাইল ফোন অপারেটররা জানান, জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের দুই ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে ইন্টারনেট সেবা পুনরায় চালু করতে নির্দেশ দেয় বিটিআরসি।
নির্বাচনের আগের দিন শনিবার বিকাল ৩টা থেকে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ করে দেয়া হয়। পরে রাতের দিকে টুজি সেবাও স্থগিত হয়ে যায়।
এর আগে বৃহস্পতিবার থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দেয় বিটিআরসি। তবে ১০ ঘণ্টা পরে সেই নির্দেশ প্রত্যাহার করে নেয়া হয়।