ফেসবুক এবং আইসিটি মন্ত্রণালয়ের সাথে অংশীদারিত্বে বাংলাদেশের প্রথম ডিজিটাল রক্তদান সংস্থা ব্লাডম্যান, ফেসবুকের রক্তদানের ফিচারটি কাজে লাগাতে আগ্রহী বাংলাদেশের ব্লাড ব্যাংকগুলোকে বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালা প্রদান করবে। এ প্রশিক্ষণের মাধ্যমে ব্লাড ব্যাংকগুলো কীভাবে জরুরি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দাতাদের সাথে যোগাযোগ করতে পারে তা শেখানো হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি দুই সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও মানুষের জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন হয়। জরুরি প্রয়োজন ছাড়াও এমন অনেক রোগী আছেন যাদের বেঁচে থাকতে নিয়মিত নিরাপদ রক্তের ওপর নির্ভর করতে হয়, যেমন- ক্যান্সার রোগী কিংবা থ্যালাসেমিয়ার মতো বিভিন্ন ধরনের রক্তজনিত সমস্যায় ভোগা রোগীরা।
বাংলাদেশে প্রায় ১০-১২ শতাংশ মানুষ থ্যালাসেমিয়ায় ভোগেন। প্রতিবছর প্রায় ১০ হাজার শিশুর এই রোগ ধরা পড়ে। কিন্তু কোভিড-১৯ মহামারির এ সময়ে চলাচলের সীমাবদ্ধতার কারণে রক্তদান কর্মসূচী সীমিত হওয়ায় বিশ্বজুড়ে রক্তের সংকট দেখা দিয়েছে। বাংলাদেশেও বেশিরভাগ ব্লাড ব্যাংকে গত মার্চের শেষ দিক থেকে রক্তের ঘাটতি দেখা দিয়েছে।
ব্লাডম্যান বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. শাহরিয়ার হাসান জিসান বলেন, স্বেচ্ছায় রক্তদান সংকট বাংলাদেশে কোনো কল্পকথা নয়। নিরাপদ রক্ত পাওয়ার জন্য মানুষের লড়াই এখনও বিদ্যমান। বাংলাদেশে এক্ষেত্রে মূল চ্যালেঞ্জটি হলো রক্ত সন্ধানকারী এবং রক্তদাতার মধ্যে যোগাযোগের অভাব। ফেসবুক দুই পক্ষের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এটি ডেঙ্গু রোগীদের জন্য প্লাটিলেট দাতা এবং কোভিড-১৯ রোগীদের জন্য প্লাজমা দাতাদের সন্ধান সহজ করে তুলেছে।
নিকটস্থ ব্লাড ব্যাংকে রক্তদানের মাধ্যমে রক্তের ঘাটতি দূর করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
দুই বছর আগে ফেসবুকে রক্তদান ফিচারটি চালু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী ৭ কোটিরও বেশি মানুষ স্বেচ্ছাসেবী রক্তদাতা হিসেবে সাইন আপ করেছেন যার মধ্যে শুধুমাত্র বাংলাদেশ থেকেই রয়েছেন ৮০ লাখের বেশি রক্তদাতা। রক্তদানের এ ফিচারটি ব্যবহারের মাধ্যমে স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সংখ্যা ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ফেসবুকের সাউথ এশিয়া ও সেন্ট্রাল এশিয়ার পলিসি প্রোগ্রামস প্রধান শেলি ঠাকরাল বলেন, ‘আমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে সবাইকে একত্রিত করতে অঙ্গীকারবদ্ধ। বিশ্বব্যাপী এই মহামারি আমাদের মনে করিয়ে দিচ্ছে যে ফেসবুকে রক্তদাতা হওয়ার জন্য সাইন আপ করা কতটা জরুরি, যাতে আমরা আশেপাশের মানুষদের রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত থাকি এবং রক্তদানের নিরাপদ উপায়গুলো সম্পর্কে জেনে অন্যকে রক্ত দিতে উদ্বুদ্ধ করতে পারি।’
আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘ফেসবুকের রক্তদান ফিচারটি দেশজুড়ে বিস্তৃত স্বেচ্ছায় রক্তদাতাদেরকে একত্রিত করার জন্য একটি প্রয়োজনীয় টুল। ঢাকার বাইরেও রক্তদানকারীদেরকে রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করার অন্যতম দ্রুত ও সহজ উপায় এটি। স্বেচ্ছাসেবী রক্তদাতা পেলেই নিরাপদ ও নির্ভরযোগ্য রক্ত সরবরাহ নিশ্চিত করার সুযোগ তৈরি হয় এবং সংকটের মুহূর্তে রক্ত পাওয়ার প্রস্তুতি থাকে। আমি ফেসবুকে রক্তদাতা হওয়ার জন্য সাইন আপ বা রক্তদানে উদ্বুদ্ধ হতে সবাইকে উৎসাহ দেই যাতে প্রয়োজনে নিরাপদ রক্ত পাওয়া নিশ্চিত হয়।’
ফেসবুকে রক্তদাতা হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন: http://facebook.com/donateblood