প্রধান ফিচার ও সীমাবদ্ধতা
রিয়েলমি ৫ আই ফোনটিতে রয়েছে বেশ ভালো মানের ৬.৫২ ইঞ্চি সুপার অ্যামলয়েড ইনফিনিট ডিসপ্লে ও ৭২০ পিক্সেল বাই ১৬০০ পিক্সেল রেজ্যুলেশনের ডিসপ্লে। ডিভাইসটির পিক্সেল ডেনসিটি ২৬৯ পিপিআই, স্ক্রিন টু বডি রেশিও ২০:৯। তবে নোটিফিকেশেন লাইট না থাকায় আপনি কিছুটা হতাশ হতে পারেন। সূর্যের আলোতে আউটডোরে ভিজিভিলিটি প্রশংসনীয় না হলেও আপনি অবশ্যই এর নাইটমুড উপভোগ করবেন। দিনে ও রাতে ভিডিও দেখাতে তেমন কোনো অসুবিধা হবে না ডিভাইসটিতে।
মার্জিত সবুজ রঙের রিয়েলমি ৫ আই আপনার মন কেড়ে নিবে। এর ৯.৩৩ মিমি পুরুত্বের শক্ত প্লাস্টিক-ফ্রেমের বডিটি রাফ ব্যবহারের জন্য দুর্দান্ত হবে। এর পেছনের দিকে এমন একটি টেক্সচার ব্যবহার করা হয়েছে যা স্ক্র্যাচ হওয়ার ঝুঁকি কমিয়ে দিবে। ১৬৪.৪৭৫৯.৩ মিমি কাঠামোর ফোনটি বহন করা অনেক সহজ হলেও এর ৫০০০-এমপি ব্যাটারির কারণে ১৯৫ গ্রাম ওজনের এ স্মার্টফোনটি কিছুটা ভারী মনে হতে পারে। তবে চিন্তার কারণ নেই, এক হাতে অনায়াসে ব্যবহার করা যাবে ডিভাইসটি। তদুপরি, এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি আপনার মূল্যবান সময় বাঁচাতে সহায়তা করবে।
রিয়েলমি ৫ আই-এর বিশাল ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটি ১০ ওয়াটের একটি চার্জার দিয়ে পুরো চার্জ করতে প্রায় ৩ ঘণ্টা লাগতে পারে। তবে একবার চার্জ করে নিলে স্মার্টফোনের ব্যাটারি দিয়ে টানা দুদিন ফোনটি চালানো যাবে। রিয়েলমি ৫ আই স্মার্টফোনে সংযোজন করা বিশাল মিলিঅ্যাম্পিয়ারের এ ব্যাটারিটি ৩০ দিনের স্ট্যান্ডবাই সুবিধা দিবে। এছাড়াও আপনি ডিভাইসটি অন্য ফোন চার্জের জন্য বিপরীতমুখী চার্জার হিসাবেও ব্যবহার করতে পারেন।
কোয়াড ক্যামেরা কিং ট্যাগলাইনের রিয়েলমি ৫ আই ফোনটিতে চারটি রিয়ার ক্যামেরায ব্যবহার করা হয়েছে। আপনি এর ১২এমপি (এফ/১.৮ ওয়াইড) রিয়ার ক্যামেরা ব্যবহার করে পর্যাপ্ত আলোতে সুন্দর ছবি পাবেন। ছবি তোলার সময় আলোর স্বল্পতা কিছুটা প্রভাব ফেলতে পারে। ছবির মান কিছুটা সন্তোষজনক হলেও রিয়েলমি ৫ আই দিয়ে তোলা ছবির রঙে ময়েশ্চারের উপস্থিতি কিছুটা বেশি দেখায় বলে কয়েকজন ব্যবহারকারীরা দাবি করেছেন। এর ৮এমপি (এফ/২.৩, ১৩মিমি) আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দিয়ে দিনের আলোতে ভালো ছবি তোলা যায়। যার ১১৯-ডিগ্রি প্রশস্ত লেন্স আপনাকে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি তুলতে উৎসাহ দিবে। রিয়েলমি ৫ আই-তে ২এমপি, এফ/২.৪ ডেপথ সেন্সরও রয়েছে। ফলে ফোনটি দিয়ে আপনি মনোরম প্রোট্রেট ছবিও তুলতে পারবেন। এর ২এমপি (এফ/২.৪) ম্যাক্রো সেন্সর দিয়ে আপনি ক্ষুদ্রাকৃতির বস্তুগুলোর ছবিও তুলতে পারবেন অনায়াসে। এছাড়া, ক্যামেরা ইউআই আপনাকে এক্সপার্ট, নাইটমুড, প্যানোরামা, স্লো মোশন, টাইম ল্যাপসের মতো বেশ কিছু বিশেষ সুবিধা দিবে।
সেলফি প্রেমীদের জন্য রিয়েলমি ৫ আই ফোনটিতে একটি ৮এমপি (এফ/২.০) ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এরআগে আমরা রিয়েলমির সবশেষ স্মার্টফোনটিতে দুর্দান্ত কৃত্রিম ছবি সম্পাদনার সুবিধা থাকতে দেখেছি। স্ট্যাবিলাইজেসন কোয়ালিটিসহ আপনি ভিডিও ধারণের ক্ষেত্রে (৪কে@৩০এফপিএস) সুবিধা পাবেন। যদিও রিয়েলমি ৫ আই ক্যামেরা-লাইন ‘প্রো’এর মতো ছবি দিতে পারে না তবে এর ডায়নামিক কালার রেঞ্জ এবং রঙের স্মার্পনেস আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দুর্দান্ত ছবি/ভিডিও শেয়ার করার সুযোগ করে দিবে। সামগ্রিকভাবে, সাশ্রয়ী মূল্যের মধ্যে রিয়েলমি ৫ আই ভালো মানের ক্যামেরা ফিচারের সুবিধা দিবে।
এ ডিভাইসটি অ্যান্ড্রয়েড ৯.০ (পাই) কালারওএস ৬ প্রোগ্রামযুক্ত করা হয়েছে। আশা করা যায় রিয়েলমি এটিকে ওএস অ্যান্ড্রয়েড ১০-এ আপগ্রেড করার পরিকল্পনা করেছে। রিয়েলমি ৫ আই ৩২জিবি/৩ জিবি র্যাম, ৬৪জিবি/৩ জিবি র্যাম, ৬৪জিবি/৪জিবি র্যাম, ১২৮জিবি/৪জিবি র্যামসহ পাওয়া যাচ্ছে। আপনি এর মেমরি ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়াতে পারবেন যা এ বাজেটের স্মার্টফোনটিকে আরও ইউজার-ফ্রেন্ডলি করে তুলবে।
রেডমি নোট ৮প্রো এর মতো দামী ফোনের ভিড়ে রিয়েলমি ৫ আইকে সেরা করে তুলতে এর অক্টা-কোর প্রসেসরের সাথে স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনে যারা গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য অ্যাড্রেনো ৬১০ জিপিইউ একটি উপহার হয়ে এসেছে। ৬০এফপিএস ফ্রেম রেট গড়ে এ স্মার্টফোনটি বাজারের আরও একটি দামী ফোন অপো এ৯ এর প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে। কোনো ধরনের লগ-ফ্রি পারফরম্যান্সে রিয়েলমি ৫ আই-এআপনি জনপ্রিয় গেমস- যেমন পাবজি মোবাইল @ ২৬ এফপিএস, কল অফ ডিউটি @ ৫০এফপিএস, এনবিএ ২কে ২০@৩০ এফপিএস, মোবাইল লেজেন্ড @ ৬০এফপিএস প্রভৃতি খেলতে পারবেন। যার ফলে এ স্মার্টফোনটি আপনার কোয়ারেন্টাইনের দিনগুলোকে বেশ উপভোগ্য করে তুলতে পারে।
এছাড়াও আপনি একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক, চার্জিং পোর্ট এবং স্পিকার পাবেন। তবে লাউডস্পিকারটি ব্যবহারকারীর জন্য বিরক্তির কারণ হবে না। ফোনটির বাম পাশে রয়েছে কার্ড স্লট। সেখানে দুটি সিমকার্ড কিংবা একটি সিম ও একটা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। একই পাশে রয়েছে ভলিউম আপডাউন বাটন। ডান পাশে রয়েছে পাওয়ার বাটন।
বাংলাদেশের বাজারে রিয়েলমি ৫ আই-এর দাম
সানরাইজ ডিজাইনে অ্যাকুয়া ব্লু ও ফরেস্ট গ্রিন-এ দুটি রঙে রিয়েলমি ৫ আই স্মার্টফোনটি মাত্র ১২,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট আর্থিক সংকটের সময়ে দুর্দান্ত বাজেটে রিয়েলমির এ স্মার্টফোনটি নিয়ে আসায় সাধুবাদ পাওয়ার যোগ্য। কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সামগ্রিক ফিচারগুলো বিবেচনায় রিয়েলমি ৫ আই ডিভাইসটি কিনে নিলে আপনার অর্থব্যয়টি কাজেই লাগবে বলে আশা করা যায়।