প্রথম ক্যাম্পেইনের আওতায় রিয়েলমি ৭আই, সি১৭, সি১৫ কোয়ালকম সংস্করণ (৪/৬৪), সি১৫ কোয়ালকম সংস্করণ (৪/১২৮), রিয়েলমি নারজো ২০, সি১২, সি১১ মডেলের স্মার্টফোন কিনলেই এ অফার পাওয়া যাবে।
এ অফারের আওতায় ৪জি ইন্টারনেট প্যাকের সাথে ফ্রি ১০ জিবি এবং দ্বিতীয় ক্যাম্পেইনের আওতায় রিয়েলমি ৭প্রো কিনলেই গ্রাহকরা পাবেন ৪জি ইন্টারনেট প্যাকের সাথে ১২ জিবি ফ্রি।
আরও পড়ুন: ২০২১ সালেও সমৃদ্ধি ধরে রাখতে চায় রিয়েলমি
২০২০ সালে ‘সবচেয়ে জনপ্রিয়’ স্মার্টফোন রিয়েলমি ৫ আই
প্রথম ক্যাম্পেইনের আওতায় প্রতিটি হ্যান্ডসেট ক্রয়ের সাথে রিয়েলমি ব্যবহারকারীরা প্রতি মাসে (২ মাস) ৭ দিন মেয়াদের ৫জিবি করে ৪জি ইন্টারনেট পাবেন। ২য় ক্যাম্পেইন অফারের আওতায় রিয়েলমি ৭প্রো’র নতুন ক্রেতারা ৭ দিনের মেয়াদ সহকারে ৩ মাসের জন্য ৪জিবি ৪জি ইন্টারনেট (প্রতি মাসে) উপভোগ করতে পারবেন।
এই সকল প্যাকেজ বিদ্যমান এবং নতুন রবি-এয়ারটেল সংযোগের জন্য প্রযোজ্য এবং কেবলমাত্র নতুন কেনা রিয়েলমি স্মার্টফোনের ক্ষেত্রে পাওয়া যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রিয়েলমি।
রিয়েলমি তরুণ প্রজন্মকে সাথে নিয়ে একটি ‘স্মার্ট ইকোসিস্টেম’ তৈরিতে ‘স্মার্টফোন+এআইওটি’ কৌশলটির উপর জোর দিচ্ছে। ‘ডেয়ার টু লিপ’ স্পিরিটে বিশ্বাসী রিয়েলমি ২০২১ সালে ফ্যান এবং ব্যবহারকারীদের স্মার্ট ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতাকে আরও বেশি উপভোগ্য করার জন্য কাটিং-এজ প্রযুক্তির বিভিন্ন ডিভাইস নিয়ে আসতে যাচ্ছে।
আরও পড়ুন: দারাজে দুই মিনিটেই বিক্রি ২ হাজার ‘রিয়েলমি নারজো ২০’