মঙ্গলবার বিইউবিটির রূপনগরের স্থায়ী ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফৈয়াজ খান এবং রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে সই করেন।
আরও পড়ুন: রবির পুঁজিবাজারে যাত্রা শুরু ২৪ ডিসেম্বর
সমঝোতা স্মারকে বিইউবিটির শিক্ষার্থীদের অনলাইন ক্লাস এবং পরীক্ষার জন্য স্বল্প মূল্যের উচ্চ গতির ইন্টারনেট ডেটা সরবরাহ করাসহ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় আছে।
প্রযুক্তিগত সহযোগিতায় শিক্ষার্থীদের পাশে থাকায় রবি এবং এর কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান বিইউবিটির উপাচার্য ড. ফৈয়াজ খান।
আরও পড়ুন: দ্বিতীয় মেয়াদে শাবির ২২৪৩ শিক্ষার্থী পেল ইন্টারনেট সেবা
আরও পড়ুন: ৫৫ ভাগ গ্রামীণ পরিবারের ইন্টারনেট সুবিধা নেই: সমীক্ষা
রবিকে শিক্ষার্থীদের স্বল্প মূল্যে ইন্টারনেট ডাটা প্রদানের সুযোগ দেয়ায় বিইউবিটি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আদিল হোসেন নোবেল।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি মহামারিকালে শিক্ষাগ্রহণ কার্যক্রম বন্ধ থাকতে পারে না। রবি একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বিইউবিটিও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাই এ সমঝোতা অনলাইন ক্লাস ও পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়াবে বলে মনে করি।’
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নামমাত্র মূল্যে টেলিটকের ইন্টারনেট ব্যান্ডউইথ পাবে: ইউজিসি
বিইউবিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আলী নূর, বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ও বিইউবিটি ট্রাস্টের সদস্য প্রফেসর মো. আবু সালেহ, ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন প্রফেসর সৈয়দ আনোয়ারুল হক, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সেসের ডিন মো. আলী আহমেদ, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শিক্ষার্থীদের স্বল্পমূল্যে ইন্টারনেট দিতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী