তবে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সংখ্যা ফেসবুক কর্তৃপক্ষের ধারণার চেয়ে কম।
সপ্তাহ দুয়েক আগে, ফেসবুক কর্তৃপক্ষ তাদের নিরাপত্তাজনিত ত্রুটির কথা জানিয়ে প্রাথমিকভাবে ৫০ মিলিয়ন অ্যাকাউন্ট ব্যবহারকারীর তথ্য চুরির হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল।
ফেসবুকের তথ্য অনুযায়ী, হ্যাকাররা ২৯ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারীদের নাম, ইমেইল ঠিকানা বা ফোন নম্বর চুরি করেছে। এদের মধ্যে ১৪ মিলিয়ন ব্যবহারকারীর বসবাসের শহর, জন্মতারিখ, সবশেষ ভ্রমণ করা ১০টি জায়গা বা ১৫টি সাম্প্রতিক সার্চ সম্পর্কে বিভিন্ন তথ্য চুরি করেছে হ্যাকাররা।
এছাড়া অতিরিক্ত আরও এক মিলিয়ন ফেসবুক অ্যাকাউন্ট আক্রান্ত হলেও সেখান থেকে কোনো তথ্য হাতিয়ে নিতে পারেনি হ্যাকাররা।
ফেসবুক জানায়, নিরাপত্তা ত্রুটির ঘটনায় হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ও ইন্সটাগ্রামের মতো থার্ড পার্টি অ্যাপস ও ফেসবুক অ্যাপসের কোনো ক্ষতি হয়নি।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- এফবিআই পুরো বিষয়টির তদন্ত করছে বলে জানায় ফেসবুক কর্তৃপক্ষ।
এদিকে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গ বলেন, অ্যাকাউন্ট ব্যবহারীদের ব্যক্তিগত মেসেজ বা পোস্ট দেখা বা কারো অ্যাকাউন্টে পোস্ট করার ক্ষমতা হ্যাকারদের থাকতে পারে। তবে এরকম কোনো তথ্যপ্রমাণ তারা এখনো পাননি।