‘নোকিয়া ২.৩’ মডেলের স্মার্টফোনটিতে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দ্বারা নিয়ন্ত্রিত ক্যামেরা, যা ব্যবহারকারীকে সেরা ছবি তোলার অভিজ্ঞতা দেবে। এছাড়া ফোনটিতে রয়েছে দুদিনের ব্যাটারি লাইফ এবং ৬.২ ইঞ্চির এইচডি প্লাস স্ক্রিন। আর সময়ের সাথে সাথে স্মার্টফোনটিকে আরও অত্যাধুনিক করে তুলতে অ্যান্ড্রয়েড ১০ ব্যবহার করা ‘নোকিয়া ২.৩’ মডেলের ফোনটিতে গ্রাহকরা পাচ্ছেন তিন বছরের মাসিক সিকিউরিটি আপডেট এবং দুই বছরের অপারেটিং সিস্টেম (ওএস) আপডেটের প্রতিশ্রুতি।
দেশের বাজারে আজ থেকে মাত্র ১০ হাজার ৯৯৯ টাকায় তিনটি ভিন্ন কালারে (সায়ান গ্রিন, স্যান্ড ও চারকোল) পাওয়া যাবে নোকিয়ার নতুন এ স্মার্টফোনটি।
গত বছরের সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ‘নোকিয়া ৮০০ টাফ’ বাজারে আনার ঘোষণা দিয়েছিল এইচএমডি গ্লোবাল। শীর্ষস্থানীয় ফিচার ফোন পোর্টফোলিওতে যোগ হতে যাওয়া ‘নোকিয়া ৮০০ টাফ’ হচ্ছে প্রতিষ্ঠানটির প্রথম মজবুত ফিচার ফোন। স্থায়িত্ব ও ব্যাটারি লাইফের দিক থেকে ‘বেঞ্চমার্ক’ বলে দাবি করা এই ফোনটিতে ব্যবহারকারীদের জন্য সংযুক্ত করা হয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট, ফোরজি ব্যবহারের সক্ষমতাসহ অত্যাবশ্যকীয় আধুনিক সব ফিচার এবং ফেইসবুক, হোয়াটসঅ্যাপসহ বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাপ।
‘নোকিয়া ৮০০ টাফ’ ফোনটি ডেসার্ট স্যান্ড কালারে শুক্রবার থেকে সারদেশে পাওয়া যাবে। যার দাম ধরা হয়েছে মাত্র ১০ হাজার ২৫০ টাকা।
এইচএমডি গ্লোবাল বাংলাদেশ-এর হেড অব মার্কেটিং ইফফাত জহুর বলেন, বিশ্বজুড়েই ‘নোকিয়া-২’ সিরিজের ফোনগুলো গ্রাহকদের প্রশংসা কুড়িয়েছে। আমরা বিশ্বাস করি, এআই, বড় স্ক্রিন এবং দুই দিনের ব্যাটারি লাইফের পাশাপাশি সাশ্রয়ী মূল্যের কারণে আমাদের গ্রাহকরা ‘নোকিয়া ২.৩’ ফোনটিও পছন্দ করবেন। আর দুই বছরের ওএস আপগ্রেড এবং তিন বছরের মাসিক সুরক্ষা আপডেটের সুবিধার কারণে এই ফোনটি বাজারের সেরা ফোনগুলোর একটি হিসেবে বিবেচিত হবে।
সদ্য উন্মোচিত হওয়া ‘নোকিয়া ২.৩’-এর ডুয়েল ক্যামেরা এবং এর ‘রিকমেন্ডেড শট’ অপশন নোকিয়া ফোনের একদম নতুন একটি ফিচার, যা ব্যবহারকারীকে সেরা ছবি বেছে নিতে সাহায্য করবে। ‘রিকমেন্ডেড শট’ অপশনটি স্বয়ংক্রিয়ভাবে শাটার প্রেসের আগে ও পরে অলটারনেটিভ ছবি ক্যাপচার করবে এবং সেরা ছবিটির পরামর্শ দিবে। পোর্ট্রেট মোড এবং লো-লাইট ইমেজিং মোডের মতো আরও অনেকগুলো এআই নিয়ন্ত্রিত সুবিধা রয়েছে ফোনটিতে, যার মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন সেটিংস ব্যবহার করে ছবি তুলতে পারবেন।
‘নোকিয়া ২.৩’ ফোনে ব্যবহার করা হয়েছে ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, যা ব্যবহারকারীকে মূল্যবান সময় বাঁচাতে সাহায্য করবে। ব্যবহারকারী তার ভয়েস ব্যবহার করেই দেখতে পারবেন ক্যালেন্ডার এন্ট্রি, ভ্রমণের সময় এবং অন্যান্য তথ্য। এছাড়াও ‘নোকিয়া ২.৩’ ফোনটিতে আছে বায়োমেট্রিক ফেইস রিকগনেশন, যার মাধ্যমে এক নজরেই ডিভাইসটি আনলক করা যাবে।
আপনার সৃজনশীলতা বের করে আনবে
‘নোকিয়া ২.৩’ ফোনে ‘পোট্রেট মোড’ রাখা হয়েছে। যা আপনার ব্যাকগ্রাউন্ডকে হালকা ব্লার করে দিয়ে সাবজেক্টকে ফুটিয়ে তোলার মাধ্যমে সুন্দর পোট্রেট ছবি তুলে দিবে। ছবি তোলার পর গুগল ফটোস ব্যবহার করে ছবির ব্লারটি মনের মতো করে সমন্বয় করা যাবে। ফোনের ১৩ মেগাপিক্সেল/২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা দিয়ে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ বোকেহ বা ব্যাকগ্রাউন্ড ব্লার এফেক্ট ব্যবহার করে ক্লাসিক, বাটারফ্লাই, হার্ট বা স্টার-আকৃতির পোট্রেট ছবি তুলতে পারবেন। সেই সাথে ছবি সম্পাদনার সময় ফোকাস সামঞ্জস্য করে পেশাদারদের মতো চোখ ধাঁধানো ছবি তুলে নিতে পারবেন।
এই ডিভাইসটিতে উন্নত মানের ছবি ফিউশন এবং এক্সপোজার স্ট্যাকিংয়ের (ভিন্ন ধরনের আলোর সেটিংসের অনেকগুলো ছবি তোলা এবং এগুলোকে একসাথে ব্লেন্ডিং করা) সংমিশ্রণ ঘটানো হয়েছে, যাতে আপনি স্বল্প-আলোতেও প্রাণবন্ত ছবিগুলো তুলতে পারেন।
দীর্ঘস্থায়ী, বহুমাত্রিক বিনোদন
এআই-অ্যাসিস্টেড অ্যাডাপটিভ ব্যাটারি প্রযুক্তির ‘নোকিয়া ২.৩’এর দুই দিনের ব্যাটারি লাইফের মাধ্যমে আপনার দিনটি কর্মচঞ্চল করে তুলুন। ডিভাইসটি আপনার অ্যাপ্লিকেশন ব্যবহারের অভ্যাস সম্পর্কে জানাবে, যার ফলে আপনি ফোনটি ব্যবহার করতে পারবেন দীর্ঘ সময়ের জন্য এবং হারিয়ে যেতে পারেন আপনার প্রিয় সিরিজ বা সিনেমায়। এই ৬.২ এইচডি প্লাস স্ক্রিনের মাধ্যমে জীবনকে করে তুলতে পারবেন আরও প্রাণবন্ত।
নিত্য প্রয়োজনের সাথে মার্জিত নকশা
নর্ডিক ডিজাইনের ঐতিহ্যে অনুপ্রাণিত হয়ে তৈরি করা ‘নোকিয়া ২.৩’ ফোনে শুধু নান্দনিকতা দেয়া হয়নি সেই সাথে স্থায়িত্বের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। এতে ৩ডি ন্যানো-টেক্সচার কভার ফিচারযুক্ত করা হয়েছে, যা ফোনটিকে রাখবে সুরক্ষিত। উন্নত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফোনটির পেছন দিকে কোন প্রকার বাম্প ছাড়াই ডুয়েল ক্যামেরা ও ফ্ল্যাশ একীভূত করা সম্ভব হয়েছে। অভ্যন্তরীণ উচ্চ-মানের ডায়িকাস্ট অ্যালুমিনিয়াম চ্যাসিসের ব্যবহৃত কাঠামোটি ফোনটিকে সুরক্ষিত এবং মজবুত করে তুলেছে।
সময়ের সাথে আরও ভালো অভিজ্ঞতা দেওয়ার অব্যাহত প্রচেষ্টা
‘নোকিয়া ২.৩’ স্মার্টফোনটিতে সময়ের সাথে সাথে ব্যবহারের ক্ষেত্রে আরও ভাল অভিজ্ঞতা দিতে অ্যান্ড্রয়েড ১০ রেডি অবস্থায় নিয়ে আসা হয়েছে। তিন বছরের মাসিক সুরক্ষা আপডেট এবং দুই বছরের ওএস আপডেট দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে এতে। যার ফলে আপনার বিনিয়োগের ভবিষ্যত হবে সুরক্ষিত। অ্যান্ড্রয়েড ১০ এর সর্বশেষ ফিচারগুলোর মধ্য থেকে ডার্ক থিম ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা ব্যাটারি সংরক্ষণ করার পাশাপাশি ভিজিবিলিটি বাড়ানোর সুযোগ পাবে। পাশাপাশি আপডেট হওয়ার সাথে সাথে বর্ধিত গোপনীয়তাসহ আরো অনেক কিছুর সুবিধা পাওয়া যাবে।
নোকিয়া ৮০০ টাফ: মজবুত ও ব্যাটারি লাইফের নতুন হলমার্ক
বাজারের শীর্ষস্থানীয় ফিচার ফোন পোর্টফোলিওতে যোগ হতে যাওয়া ‘নোকিয়া ৮০০ টাফ’ হলো এইচএমডি গ্লোবালের প্রথম মজবুত ফিচার ফোন। যা বিশ্বজুড়ে স্থায়িত্ব ও ব্যাটারি লাইফের দিক থেকে ব্যবহারকারীদের একটি নতুন দিগন্তে নিয়ে যাবে। ‘নোকিয়া ৮০০ টাফ’ শুধুমাত্র পানি ও ধূলা নিরোধকই নয়, সেইসাথে হাত থেকে পড়ে যাওয়া থেকে রক্ষা করা, চরম তাপমাত্রা সহ্য করার সক্ষমতা দিয়ে ডিজাইন করা হয়েছে, যাতে এটিকে দুঃসাহসিক ভ্রমণের আদর্শ সঙ্গী হিসাবে যে কেউ নিতে পারেন।
এই ফোনটিতে গুগল অ্যাসিস্ট্যান্ট, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মতো জনপ্রিয় অ্যাপ্লিকেশন, ফোরজি সংযোগ এবং আরো অনেক আধুনিক ফিচার ব্যবহারকারীদের জন্যে সংযুক্ত করা হয়েছে। ‘নোকিয়া ৮০০ টাফ’-এর সাহায্যে, এইচএমডি গ্লোবাল গ্রাহকদের মধ্যে নতুন ফিচার পৌঁছানোর চেষ্টার অংশ হিসেবে বি২বি এবং এন্টারপ্রাইজ কাস্টমারদের হাতে টেকসই হ্যান্ডসেট প্রদানের ব্যবস্থা করেছে। পাশাপাশি যারা অফিসের বাইরের কাজের জন্য ফোন খুঁজছেন তাদের জন্য ‘নোকিয়া ৮০০ টাফ’ একটি নির্ভরযোগ্য ফোন হবে বলে আশা করা যাচ্ছে।