আয়োজকরা জানান,বুয়েট ক্যরিয়ার ক্লাবের সহায়তায় ৬শ’র বেশি শিক্ষার্থী স্বতস্ফূর্তভাবে এ আয়োজনে অংশ নেন।
দিনব্যাপী এ অনুষ্ঠানে কোম্পানি হিসেবে রবি এবং টেলিযোযোগ শিল্প দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কী ভূমিকা রাখছে তা তুলে ধরা হয়।
‘ডিসপ্লে অ্যান্ড ডেমো সেশন’র মাধ্যমে শুরু হওয়া এই ক্যারিয়ার রোড শো’তে দগুটি সেশনের মধ্যে একটিতে শিল্প ও পাঠ্যক্রম-ভিত্তিক প্রযুক্তি বিষয়ক আলোচনা, অন্যটিতে ডিজিটাল সেবাসমূহের ডেমো।
অনুষ্ঠানে অত্যাধুনিক যে প্রযুক্তিগুলো ভবিষ্যত বিনির্মাণ করছে সে সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা প্রদান করেন রবি’র আইটি ও টেকনোলজি টিম। এছাড়া রবি উদ্ভাবিত ও ব্যবহৃত কয়েকটি অনন্য প্রযুক্তি সম্পর্কে ধারণা পান শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের এক পর্যায়ে মোট ২২২ জন শিক্ষার্থী এক সাক্ষাৎকার পর্বে অংশ নেন। তাদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী রবি’তে শিক্ষানবীশ হিসেবে কাজ করার সুযোগ পান।
বুয়েটের ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদার, রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন, চিফ টেকনোলজি অফিসার (সিটিও) মেধাত আল হুসেইনি, চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদ, হেড অব আইটি আসিফ নাইমুর রশীদ, হেড অব এইচআর ফয়সাল ইমতিয়াজ খান প্রমুখ উপস্থিত ছিলেন।