রাজশাহী, ৩০ মার্চ (ইউএনবি)- রাজশাহীকে ডিজিটাল শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, রাজশাহীতে বঙ্গবন্ধু হাইটেক পার্কের নির্মাণ শেষ হলে তথ্যপ্রযুক্তিতে পদ্মাপাড়ের এ শহর অনেক এগিয়ে যাবে।
শনিবার নগরীর জিয়ানগরে হাইটেক পার্কের নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ডিজিটাল শিল্পনগরীতে ব্যাপক মানুষের কর্মসংস্থান হবে। নতুন প্রজন্মের কাছে কর্মসংস্থানের এক ঠিকানা হিসেবে প্রতিষ্ঠা পাবে বঙ্গবন্ধু হাইটেক পার্ক।
‘দেশের বিভিন্ন এলাকায় আমরা হাইটেক পার্ক নির্মাণ করছি। রাজশাহীর হাইটেক পার্কের নির্মাণ কাজ দ্রুতই এগিয়ে চলছে। আমি আশা করি, নির্ধারিত সময়ের আগেই সব কাজ শেষ হবে,’ যোগ করেন তিনি।
এ সময় জেলা প্রশাসক এসএম আবদুল কাদের ও রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ রজব আলীসহ হাইটেক পার্ক প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।