কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইন্টারনেট সেবা থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক পুনরায় চালু করেছে মোবাইল অপারেটরগুলো।
শুক্রবার সকালে বিটিআরসির নির্দেশনা পেয়ে থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক সেবা চালু করা হয়।
এ বিষয়ে মোবাইল অপারেটর রবি আজিয়াটার চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরী অফিসার সাহেদ আলম ইউএনবিকে বলেন, ‘আজ সকাল সোয়া ১০টায় বিটিআরসির নির্দেশনা পেয়ে আমরা সকাল ১১টায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কক্সবাজারের কিছু অংশ, উখিয়া ও টেকনাফ উপজেলায় থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক চালু করি।’
প্রসঙ্গত, এর আগে গত বছরের ১০ সেপ্টেম্বর টেকনাফ ও উখিয়া এলাকায় থ্রিজি এবং ফোরজি নেটওয়ার্ক বন্ধ করতে মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে নির্দেশনা দিয়েছিল বিটিআরসি।