অবশেষে সময় এসেছে আরেকটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) পর্দা ওঠার।
স্থানীয় সময় রবিবার (১২ মার্চ) লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে এই অনুষ্ঠান, চলবে ৩ ঘণ্টা।
তার ২ ঘণ্টা আগে শুরু হবে রেড কার্পেট ইভেন্ট। ৬২ বছরের ঐতিহ্য ভেঙে চলতি বছরের অস্কারে থাকবে না সেই রেড কার্পেট। লালের জায়গায় থাকবে শ্যাম্পেন রং। এবার গোটা বিশ্বের তারকারা হেঁটে যাবেন শ্যাম্পেন রঙের কার্পেটের ওপর দিয়ে।
রবিবার হলেও বাংলাদেশ সময় সোমবার (১৩ মার্চ) সকাল ৬টায় এ অনুষ্ঠান প্রচার শুরু হবে।
ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্কার অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
উপস্থাপনা করবেন কে?
পিপল ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, তৃতীয় বারের মতো জিমি কিমেল এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করবেন। এর আগে তিনি ২০১৭ ও ২০১৮ সালে উপস্থাপনা করেছিলেন। গত বছরের উপস্থাপক ছিলেন অ্যামি শুমার,ওয়ান্ডা সাইকস ও রেজিনা হল।
কারা উপস্থিত থাকবেন?
একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে ১৬ জন আন্তর্জাতিক তারকার নাম রয়েছে। তারা হলেন- দীপিকা পাড়ুকোন, ডোয়াইন জনসন, মাইকেল বি জর্ডান, রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, ট্রয় কোটসুর, ডোয়াইন জনসন, জেনিফার কনেলি, স্যামুয়েল এল জ্যাকসন, মেলিসা ম্যাকার্থি, জো সালদানা, ডনি ইয়েন, জোনাথন মেজরস ও কোয়েস্টলাভ প্রমুখ।
কারা পারফর্ম করবেন?
মার্কিন বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটির তথ্যানুসারে, লেডি গাগা ছাড়া অস্কার মনোনীত বাকি সকলেই ঐতিহ্য অনুসারে অনুষ্ঠানে গান গাইবেন।
এ বছরের পারফর্মারদের মধ্যে উল্লেখযোগ্য হলো- রিহানা (লিফট মি আপ), সোফিয়া কারসন ও ডায়ান ওয়ারেন, স্টেফানি সু, ডেভিড বায়ার্ন ও সন লাক্স (দিস ইজ এ লাইফ) এবং রাহুল ও কালা ভৈরব (নাটু নাটু)।
আরও পড়ুন: ইলন মাস্ককে নিয়ে তথ্যচিত্র তৈরি করছেন অস্কার বিজয়ী অ্যালেক্স গিবনি
মনোনয়ন তালিকা
মনোনয়ন তালিকায় শীর্ষে আছে ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’। সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ১১টি বিভাগে মনোনীত হয়েছে ছবিটি। দ্বিতীয় সর্বাধিক ৯টি করে মনোনয়ন পেয়েছে প্রথম বিশ্বযুদ্ধ অবলম্বনে নির্মিত ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ ও দুই বন্ধুর গল্প ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’।
এছাড়াও সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে দুটি সিক্যুয়েল। এগুলো হলো- জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ এবং টম ক্রুজ অভিনীত ‘টপ গান: ম্যাভেরিক’। সিক্যুয়েলের জায়গা পাওয়ার ঘটনা এটাই প্রথম।
লারম্যান পরিচালিত এলভিস প্রিসলির বায়োপিক ‘এলভিস’, স্টিভেন স্পিলবার্গের শৈশব অবলম্বনে নির্মিত ‘দ্য ফেবলম্যানস’, টড ফিল্ড পরিচালিত ‘টার’, রুবেন অস্টলুন্ডের ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ এবং সারাহ পলি পরিচালিত ‘উইমেন টকিং’ও রয়েছে।
এশিয়ার তারকাদের রেকর্ড
এশিয়ান তারকাদের মধ্যে চারজন অভিনয়শিল্পী সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব-অভিনেতা ও সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন। একাডেমি অ্যাওয়ার্ডসের ইতিহাসে এঘটনা এবারই প্রথম।
সেরা চলচ্চিত্র বিভাগে একজন নারী
এবারের অস্কারের সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত ১০টি ছবির মধ্যে কেবল একটির পরিচালক নারী। এটি হলো সারাহ পলির ‘উইমেন টকিং’।
ভারতের জন্য বিশেষ বছর
২০২৩ সালের অস্কার আয়োজন ভারতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এবার অস্কার অ্যাওয়ার্ডস ২০২৩-এর মনোনয়নের জন্য শুধু একটি নয়, তিনটি গুরুত্বপূর্ণ ভারতীয় চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করছে।
‘আরআরআর’ সিনেমার গান ‘নাটু নাটু’ সেরা মৌলিক গানের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে, যা এই বছরের শুরুতে একই বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছিল।
এছাড়া শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের জন্য মনোনীত হয়েছে শৌনক সেনের 'অল দ্যাট ব্রেথস' এবং সেরা ডকুমেন্টারি শর্টের জন্য মনোনীত হয়েছে গুনীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইসপারস’।