অস্কার
অস্কারে যাচ্ছে লাপাতা লেডিস
সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে ভারতীয় সিনেমার ইতিহাস খুব একটা উজ্জ্বল নয়। দীর্ঘ কয়েক দশকের ব্যবধানে মনোনয়ন পর্যন্ত যেতে পেরেছে মাত্র ৩টি সিনেমা; ‘মাদার ইন্ডিয়া’ (১৯৫৭), ‘সালাম বোম্বে!’ (১৯৮৮) এবং ‘লাগান’ (২০০১)। আগামী ৯৭-তম অস্কারে এই বিভাগে প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়েছে সাম্প্রতিক সময়ের জনপ্রিয় মুভি ‘লাপাতা লেডিস’কে। চলুন, চলচ্চিত্রটিকে ঘিরে সৃষ্টি হওয়া নতুন সম্ভাবনার বিষয়টি বিস্তারিত জেনে নেওয়া যাক।
লাপাতা লেডিস বৃত্তান্ত
জিও স্টুডিও, আমির খান প্রোডাকশন এবং কিন্ডলিং পিকচার্স প্রযোজিত এই সিনেমার প্রথম প্রকাশ ঘটে ২০২৩-এর ৮ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তারপর ২০২৪-এর পহেলা মার্চ-এ প্রেক্ষাগৃহে মুক্তির পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা খুব একটা সুখকর ছিলো না। তবে ২৬ এপ্রিল নেটফ্লিক্সে-এ প্রিমিয়ার হওয়ার পর থেকে দর্শক মহলে অভাবনীয় সাড়া পেতে শুরু করে স্যাটায়ারধর্মী চলচ্চিত্রটি।
মুভিটির পরিচালনায় ছিলেন বলিউডের ‘মিস্টার পার্ফেকশনিস্ট’ হিসেবে খ্যাত সফল অভিনেতা আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। প্রযোজনা কমিটিতে ছিলেন এই প্রাক্তন দম্পতির পাশাপাশি আরও ছিলেনকিরণ রাও, আমির খান, এবং জ্যোতি দেশপান্ডে।
আরও পড়ুন: ২০২৬-এর ঈদ চলচ্চিত্রে মুখোমুখি শাহরুখ ও রণবীর
ছবির শ্রেষ্ঠাংশে দেখা গেছে প্রতিভা রান্তা, নিতানশি গোয়েল, ছায়া কদম, স্পর্শ শ্রীবাস্তাব, অভয় ডুবে, গীতা আগারওয়াল, রবি কিষাণ, এবং দুর্গেশ কুমারকে।
অস্কারের পথে লাপাতা লেডিস
গত ২৩ সেপ্টেম্বর সোমবার ভারতের ফিল্ম ফেডারেশন জুরি আসন্ন ৯৭তম অস্কারের জন্য তাদের নির্বাচিত সিনেমা হিসেবে ‘লাপাতা লেডিস’র নাম ঘোষণা করে। ছবিটি ভারতীয় সিনেমা হিসেবে অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ক্যাটাগরিতে মনোনয়নের জন্য প্রতিযোগিতা করবে।
আসামের চলচ্চিত্র পরিচালক জাহ্নু বড়ুয়ার নেতৃত্বে নির্বাচন কমিটিতে ছিলেন মোট ১৩ জন সদস্য। এই বাছাই প্রক্রিয়ায় ‘লাপাতা লেডিস’ পেছনে ফেলেছে কানজয়ী ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’, বলিউড হিট ‘অ্যানিম্যাল’ ও মালায়ালামের ‘আট্টাম’ সহ মোট ২৯টি চলচ্চিত্রকে।
সাধারণ নিয়মানুসারে, অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের জন্য প্রত্যেক দেশ থেকে শুধুমাত্র একটি চলচ্চিত্রের নাম গৃহীত হয়। এভাবে সারা বিশ্ব থেকে প্রাপ্ত আবেদন থেকে প্রস্তুত করা হয় ১৫টি সিনেমার সংক্ষিপ্ত তালিকা। আর এই তালিকা থেকে পরবর্তীতে অস্কারের মূল আসরে মনোনয়নে যায় ৫টি ছবি।
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর ‘নীল জোছনা’ নিয়ে বড় পর্দায় ফিরছেন শাওন
অস্কার কমিটিতে ছবি জমা দেওয়ার সর্বশেষ সময়সীমা আগামী ১৪ নভেম্বর। নির্বাচিত প্রতিযোগীদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে ১৭ ডিসেম্বর। অতঃপর ২০২৫ সালের ১৭ জানুয়ারি ঘোষণা করা হবে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম, যারা অ্যাকাডেমি পুরস্কারের জন্য প্রতিযোগিতায় অবতীর্ণ হবে। সেই সূত্রে, ‘লাপাতা লেডিস’র অস্কার যাত্রায় এখনও আরও দুটি কঠিন ধাপ রয়েছে।
অস্কারের ৯৭তম আসর বসবে ২০২৫ সালের ২ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে।
১ মাস আগে
সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মিশেল ইয়েহ, অস্কারে ইতিহাস গড়লেন
সেরা অভিনেত্রীর জন্য অস্কার একাডেমি পুরস্কার জিতে ইতিহাস রচনা করেছেন মিশেল ইয়েহ।
মালয়েশিয়ায় জন্মগ্রহণকারী এই অভিনেত্রী প্রথম এশীয় নারী হিসেবে বহুমুখী অভিনয়ের জন্য রবিবার সেরা অভিনেত্রীর একাডেমি পুরস্কার জিতেছেন। তিনি বহুমুখী ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’ এ অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন।
তিনি বলেন, ‘আমাকে এটি আমার মা এবং বিশ্বের সমস্ত মাকে উৎসর্গ করতে হবে। কারণ, তারা সত্যিই সুপারহিরো এবং তাদের ছাড়া আজ রাতে আমরা কেউ এখানে থাকব না।’ ‘আজ রাতে আমাকে যেসব ছোট ছেলে এবং মেয়েরা দেখছেন তাদের জন্য এটি একটি আশা এবং সম্ভাবনার বাতিঘর। এটা তারেই প্রমাণ যে বড় স্বপ্ন দেখে, তার স্বপ্ন সত্যি হয়। নারীরা, আপনারা কখনও কাউকে বলতে দিবেন না যে আপনার অতীতই সুন্দর ছিল।’
শ্বেতাঙ্গ অভিনেতা লুইস রেইনার ‘দ্য গুড আর্থ’-এ একজন চীনা গ্রামবাসীর চরিত্রে ‘ইয়েলোফেস’ -এ অভিনয়ের জন্য একই বিভাগে জয়ী হওয়ার প্রায় ৯০ বছর পর ইয়েহের বিজয় আসে৷
মনোনীত ব্যক্তি হিসেবে ইয়েহ এই বিভাগে প্রথম এশিয়ান৷ এর আগে ১৯৩৫ সালে মেরলে ওবেরন ‘দ্য ডার্ক অ্যাঞ্জেল’ এর জন্য মনোনীত হয়েছিলেন, কিন্তু পুরস্কার জিততে পারেননি। জন্মের তথ্যানুসারে তার দক্ষিণ এশিয়ার ঐতিহ্য গোপন রেখেছিলেন।
ইয়েহ অতীতের অস্কার বিজয়ী কেট ব্ল্যানচেট (‘টার’), সেইসঙ্গে মিশেল উইলিয়ামস (‘দ্য ফ্যাবেলম্যানস’), আনা ডি আরমাস (‘স্বর্ণকেশী’) এবং আন্দ্রেয়া রাইজবরো (‘লেসলির কাছে’) পরাজিত করেছেন৷
আরও পড়ুন: অস্কার ২০২৩: কোথায় ও কখন দেখবেন এবারের আয়োজন
এই বিভাগে যারা মনোনীত হয়নি তাদের জন্যও নোটিশ দিয়েছে: ভায়োলা ডেভিস (‘দ্য ওম্যান কিং’) এবং ড্যানিয়েল ডেডউইলার (‘টিল’) এর মতো কৃষ্ণাঙ্গ নারীদের শক্তিশালী পারফরম্যান্সের এক বছরে তাদের বন্ধ করে দেয়া হয়েছিল। ইতোমধ্যে কেউ কেউ রাইজবোরোর জন্য সোশ্যাল মিডিয়ায় এ-লিস্টারদের তৃণমূল প্রচারণার সমালোচনা করেছেন।
গোল্ডেন গ্লোব এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসহ সর্বত্র আপাতদৃষ্টিতে প্রতিটি পুরস্কার জেতার পর ইয়েহ একটি তালাবদ্ধ হয়েছিলেন, ইভলিনের তার সূক্ষ্ম চিত্রায়নের জন্য, একজন অভিবাসী চীনা স্ত্রী, মা এবং লন্ড্রোম্যাট অপারেটর কর অডিটের জন্য প্রস্তুত।
ছবির জেমি লি কার্টিস এবং কে হুয়ে কোয়ান সেরা সহ অভিনেতা অস্কার জিতেছেন। ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’-এর জন্য সেরা পরিচালক এবং মূল চিত্রনাট্য জিতেছেন এবং এটি দেশেও সেরা ছবির স্থান পেয়েছে।
ইয়েহ কুংফু সিনেমা জগতে তার সূচনা করেছিলেন। কিন্তু ১৯৯২ সালে ‘সুপারকপ’-এ জ্যাকি চ্যানের সহ-অভিনেতা হিসাবে তারকা হয়ে ওঠেন৷ আমেরিকান শ্রোতারা পরের দশকে ‘টুমরো নেভার ডাইস’ এবং অ্যাং লি'স-এর মতো হিটগুলোর মাধ্যমে তাকে আরও ভালোভাবে জানতে পেরেছিল৷ ‘ক্রুচিং টাইগার লুকানো ড্রাগন।’
যখন তিনি প্রথম ‘এভরিথিং এভরিহোয়ার’ এর স্ক্রিপ্টটি পড়েছিলেন, তখন ইয়েহ ভেবেছিলেন এটি ‘স্টেরয়েডের ওপর একটি স্বাধীন চলচ্চিত্র’। তিনি পরিণামে অভিবাসী মা এবং দাদীর যারা অলক্ষিত যান তাদের কণ্ঠস্বর দেয়ার সুযোগ দ্বারা প্রভাবিত হয়েছিল। মাল্টিভার্স মুভিটিও ছিল বিভিন্ন ধারার একটি প্রদর্শনী— নাটক, কমেডি, সাই-ফাই এবং কল্পনা।
৬০ বছর বয়সে, ইয়েহ ‘ক্রেজি রিচ এশিয়ানস’-এ নিয়ন্ত্রক মাতৃতান্ত্রিক হিসাবে তার স্ট্যান্ডআউট হওয়ার পর থেকে ব্যাপক চাহিদা রয়েছে। সেখান থেকে, তিনি একটি
‘স্টার ট্রেক’ স্পিনঅফ থেকে মার্ভেলের ‘শাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’ পর্যন্ত সবকিছুই করেছেন।
ইয়েহকে এই বছরের শেষের দিকে ডিজনি+ সিরিজ ‘আমেরিকান বর্ন চাইনিজ’-এ দেখা যাবে৷ তিনি ‘ক্রেজি রিচ এশিয়ানস’ পরিচালক জন এম চু-এর সঙ্গে মিউজিক্যাল ‘উইকড’-এর স্ক্রিন অ্যাডাপ্টেশনের জন্য পুনরায় একত্রিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন৷
আরও পড়ুন: অস্কারের মনোনয়ন ঘোষণা মঙ্গলবার
১ বছর আগে
অস্কার ২০২৩: কোথায় ও কখন দেখবেন এবারের আয়োজন
অবশেষে সময় এসেছে আরেকটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) পর্দা ওঠার।
স্থানীয় সময় রবিবার (১২ মার্চ) লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে এই অনুষ্ঠান, চলবে ৩ ঘণ্টা।
তার ২ ঘণ্টা আগে শুরু হবে রেড কার্পেট ইভেন্ট। ৬২ বছরের ঐতিহ্য ভেঙে চলতি বছরের অস্কারে থাকবে না সেই রেড কার্পেট। লালের জায়গায় থাকবে শ্যাম্পেন রং। এবার গোটা বিশ্বের তারকারা হেঁটে যাবেন শ্যাম্পেন রঙের কার্পেটের ওপর দিয়ে।
রবিবার হলেও বাংলাদেশ সময় সোমবার (১৩ মার্চ) সকাল ৬টায় এ অনুষ্ঠান প্রচার শুরু হবে।
ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, অস্কার অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
উপস্থাপনা করবেন কে?
পিপল ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, তৃতীয় বারের মতো জিমি কিমেল এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করবেন। এর আগে তিনি ২০১৭ ও ২০১৮ সালে উপস্থাপনা করেছিলেন। গত বছরের উপস্থাপক ছিলেন অ্যামি শুমার,ওয়ান্ডা সাইকস ও রেজিনা হল।
কারা উপস্থিত থাকবেন?
একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে ১৬ জন আন্তর্জাতিক তারকার নাম রয়েছে। তারা হলেন- দীপিকা পাড়ুকোন, ডোয়াইন জনসন, মাইকেল বি জর্ডান, রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, ট্রয় কোটসুর, ডোয়াইন জনসন, জেনিফার কনেলি, স্যামুয়েল এল জ্যাকসন, মেলিসা ম্যাকার্থি, জো সালদানা, ডনি ইয়েন, জোনাথন মেজরস ও কোয়েস্টলাভ প্রমুখ।
কারা পারফর্ম করবেন?
মার্কিন বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটির তথ্যানুসারে, লেডি গাগা ছাড়া অস্কার মনোনীত বাকি সকলেই ঐতিহ্য অনুসারে অনুষ্ঠানে গান গাইবেন।
এ বছরের পারফর্মারদের মধ্যে উল্লেখযোগ্য হলো- রিহানা (লিফট মি আপ), সোফিয়া কারসন ও ডায়ান ওয়ারেন, স্টেফানি সু, ডেভিড বায়ার্ন ও সন লাক্স (দিস ইজ এ লাইফ) এবং রাহুল ও কালা ভৈরব (নাটু নাটু)।
আরও পড়ুন: ইলন মাস্ককে নিয়ে তথ্যচিত্র তৈরি করছেন অস্কার বিজয়ী অ্যালেক্স গিবনি
মনোনয়ন তালিকা
মনোনয়ন তালিকায় শীর্ষে আছে ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’। সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ১১টি বিভাগে মনোনীত হয়েছে ছবিটি। দ্বিতীয় সর্বাধিক ৯টি করে মনোনয়ন পেয়েছে প্রথম বিশ্বযুদ্ধ অবলম্বনে নির্মিত ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ ও দুই বন্ধুর গল্প ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’।
এছাড়াও সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে দুটি সিক্যুয়েল। এগুলো হলো- জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ এবং টম ক্রুজ অভিনীত ‘টপ গান: ম্যাভেরিক’। সিক্যুয়েলের জায়গা পাওয়ার ঘটনা এটাই প্রথম।
লারম্যান পরিচালিত এলভিস প্রিসলির বায়োপিক ‘এলভিস’, স্টিভেন স্পিলবার্গের শৈশব অবলম্বনে নির্মিত ‘দ্য ফেবলম্যানস’, টড ফিল্ড পরিচালিত ‘টার’, রুবেন অস্টলুন্ডের ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ এবং সারাহ পলি পরিচালিত ‘উইমেন টকিং’ও রয়েছে।
এশিয়ার তারকাদের রেকর্ড
এশিয়ান তারকাদের মধ্যে চারজন অভিনয়শিল্পী সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব-অভিনেতা ও সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন। একাডেমি অ্যাওয়ার্ডসের ইতিহাসে এঘটনা এবারই প্রথম।
সেরা চলচ্চিত্র বিভাগে একজন নারী
এবারের অস্কারের সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত ১০টি ছবির মধ্যে কেবল একটির পরিচালক নারী। এটি হলো সারাহ পলির ‘উইমেন টকিং’।
ভারতের জন্য বিশেষ বছর
২০২৩ সালের অস্কার আয়োজন ভারতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এবার অস্কার অ্যাওয়ার্ডস ২০২৩-এর মনোনয়নের জন্য শুধু একটি নয়, তিনটি গুরুত্বপূর্ণ ভারতীয় চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করছে।
‘আরআরআর’ সিনেমার গান ‘নাটু নাটু’ সেরা মৌলিক গানের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে, যা এই বছরের শুরুতে একই বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছিল।
এছাড়া শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের জন্য মনোনীত হয়েছে শৌনক সেনের 'অল দ্যাট ব্রেথস' এবং সেরা ডকুমেন্টারি শর্টের জন্য মনোনীত হয়েছে গুনীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইসপারস’।
আরও পড়ুন: ‘হৃদরোগে আক্রান্ত হয়েছেন’ বললেন সুস্মিতা সেন
১ বছর আগে
অস্কারের মনোনয়ন ঘোষণা মঙ্গলবার
ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস-এ মঙ্গলবার (২৪ জানুয়ারি) ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) মনোনয়ন ঘোষণা করা হবে। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় একাডেমির স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করবে কর্তৃপক্ষ।
মনোনয়ন ঘোষণার অনুষ্ঠান এবিসি এর ‘গুড মর্নিং আমেরিকা’-তে সরাসরি সম্প্রচার করা হবে এবং একাডেমি অ্যাওয়ার্ডের দুটি ওয়েবসাইট ও একাডেমির বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ-স্ট্রিম করা হবে।
আরও পড়ুন: মিস ইউনিভার্স ২০২২ এর মুকুট বিজয়ী আর’বনি গ্যাব্রিয়েলের আদ্যোপান্ত
রিজ আহমেদ (‘সাউন্ড অব মেটাল’) এবং অ্যালিসন উইলিয়ামস (‘এমথ্রিগান’) মনোনীতদের নাম ঘোষণা করবেন।
এবারের অস্কার মনোনয়ন নিয়ে জল্পনা-কল্পনারও শেষ নেই। যেমন- ‘টপ গান: ম্যাভেরিক’ এর বদৌলতে টম ক্রুজ কি সেরা অভিনেতার মনোনয়ন জিততে পারবেন; বছরের অন্যতম সর্বোচ্চ-আয়কারী ব্লকবাস্টার, ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’ এর ভাগ্যে কি আছে কিংবা পরিচালক জেমস ক্যামেরন এবার সেরা পরিচালকের খেতাব জিতবেন কিনা ইত্যাদি।
গত বছরের অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ১৫ দশমিক ৪ মিলিয়ন দর্শক উপভোগ করেছেন।
নিলসনের মতে, মহামারি-বিক্ষত ২০২১ এর তুলনায় ২০২২ সালে ৫৬ শতাংশ বেশি দর্শক অনুষ্ঠানটি দেখেছেন।
এবিসি আগামী ১২ মার্চ এ বছরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনার জন্য জিমি কিমেলকে ফিরিয়ে আনছে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে আরিফিন শুভর ‘ব্ল্যাক ওয়ার’
প্রথম বিবাহবার্ষিকীতে পরী ও রাজের কথা
১ বছর আগে
১৩ বার মনোনয়নের পর অবশেষে অস্কার পেলেন ডায়ান ওয়ারেন
১৩ বার মনোনয়ন পাওয়ার পর অবশেষে অস্কার জিতেছেন গীতিকার ডায়ান ওয়ারেন। শনিবার ওয়ারেন বার্ষিক গভর্নরস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইউজান প্যালসি, পিটার ওয়েয়ার ও মাইকেল জে ফক্সের সঙ্গে তার সম্মানসূচক এই পুরস্কার গ্রহণ করবেন।
তিনিই প্রথম গীতিকার যিনি সম্মানজনক এই পুরস্কার পেয়েছেন।
তিনি বলেন, ‘এটি অনেক বড় একটি অর্জন।’
ওয়ারেন অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) সঙ্গে সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেন, একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের প্রাক্তন সভাপতি ডেভিড রুবিনের ফোন পাওয়া পর ‘আমি আমার মধ্যে ছিলাম না।’
তিনি জানান, তার মনে হচ্ছিল; না এটা তিনি নন।
তিনি বলেন, ‘কেননা আমি এমন মানুষ, যে সব সময় হেরে যায়। বিষয়টি আমি সম্পূর্ণ অবিশ্বাস করেছিলাম।’
আরও পড়ুন: নোরার ঢাকা সফরে হতাশ ভক্তরা
এর আগে ১৩ বার এই মেধাবী শিল্পী অস্কারে সেরা মৌলিক গানের জন্য মনোনীত হয়েছিলেন। তবে ১৩ বারই তাকে খালি হাতে ফিরতে হয়।
৬৬ বছর বয়সী ওয়ারেন যদিও এই ব্যর্থতার কারণে কখনও বিরক্ত বা নিরুৎসাহিত হননি। তিনি তার কাজ নিয়ে থাকতে পছন্দ করতেন।
‘নাথিং’স গনা স্টপ আস নাউ’ গানটির জন্য প্রথমবার তাকে মনোনীত করা হয়েছিল, যেটি তিনি অ্যালবার্ট হ্যামন্ডের সঙ্গে মিলে ‘ম্যানেকুইন’ চলচ্চিত্রের জন্য লিখেছিলেন।
তার আরও কিছু বিখ্যাত অস্কার মনোনীত গানের মধ্যে রয়েছে- ‘বিকজ ইউ লাভড মি’, ‘আপ ক্লোজ অ্যান্ড পার্সোনাল’, ‘হাউ ডু আই লাইভ’, ‘কন এয়ার’ এবং ‘আই ডোন্ট ওয়ান্ট টু মিস আ থিং’।
তিনি ২০১৫ সাল থেকে প্রায় প্রতি বছরই মনোনয়ন পেয়েছেন।
৯৫তম অস্কার পুরস্কার-২০২৩ এর আসর বসবে ২০২৩ সালের ১২ মার্চ।
আরও পড়ুন: মঞ্চ তৈরি, অপেক্ষা নোরা ফাতেহির
প্রথম বাংলাদেশি হিসেবে স্পটিফাইয়ে আমন্ত্রিত অ্যাশেজের জুনায়েদ ইভান
২ বছর আগে
উইল স্মিথ ১০ বছরের জন্য অস্কারে নিষিদ্ধ
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) ক্রিস রককে চড় মারায় মোশন পিকচার অ্যাকাডেমি উইল স্মিথকে ১০ বছরের জন্য অস্কার বা অন্য কোনো অ্যাকাডেমি ইভেন্টে যোগদান থেকে নিষিদ্ধ করেছে।
শুক্রবার স্মিথের করা সাম্প্রতিক এই কাজের প্রতিক্রিয়া নিয়ে অ্যাকাডেমির বোর্ড অফ গভর্নরদের বৈঠকের পরে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
অ্যাকাডেমি এক বিবৃতিতে বলেছে, মঞ্চে উপস্থাপককে চড় মারার ঘটনায় হলিউড অভিনেতা উইল স্মিথকে অস্কার গালা এবং অন্যান্য সব অ্যাকাডেমির ইভেন্ট থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে গত সপ্তাহে উইল স্মিথ এক বিবৃতিতে চড় মারার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ৫৩ বছর বয়সী উইল স্মিথ।
তিনি বলেন, ‘আমি অ্যাকাডেমির সিদ্ধান্তকে মেনে নেব এবং সম্মান করব।
আরও পড়ুন: অস্কার ২০২২:সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন
তিনি আরও জানান, ৯৪তম অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে আমার কর্মকাণ্ড ছিল দুঃখজনক, বেদনাদায়ক এবং অমার্জনীয়।
তিনি আরও বলেন, আমি যাদের আঘাত করেছি, তার তালিকা দীর্ঘ। এর মধ্যে রয়েছেন- ক্রিস রক, তার পরিবার, আমার অনেক প্রিয় মানুষ, বন্ধু, মঞ্চে উপস্থিত দর্শক এবং বাড়িতে বসা বিশ্বের অসংখ্য দর্শক।
তবে চড় মারার পরেও স্মিথ ‘কিং রিচার্ড’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এবছর সেরা অভিনেতার অস্কার জিতেছেন।
অ্যাকাডেমি তার বিবৃতিতে ‘এই পরিস্থিতিতেও তার সংযম বজায় রাখার জন্য মি. রকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।’
এছাড়া অ্যাকাডেমি বহিষ্কৃত সদস্য হার্ভে ওয়েইনস্টেইন বা রোমান পোলানস্কির কাছ থেকেও অস্কার প্রত্যাহার করেনি।
উল্লেখ্য, গত ২৭শে মার্চ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে রক সেরা তথ্যচিত্রের পুরষ্কার উপস্থাপন করতে মঞ্চে এসেছিলেন। এসময় তিনি স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথসহ বেশ কয়েকজন উপস্থিতদের নিয়ে রসিকতা করেছিলেন।
আরও পড়ুন: অস্কার ২০২২:সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম 'ড্রাইভ মাই কার'
এসময় রক বলেন, ‘জাডা আমি তোমাকে ভালোবাসি। জি আই জেন’-এর সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছি আমি।
আসলে, হলিউডের ছবি ‘জি আই জেন’-এ যিনি নায়িকা ছিলেন, মাথায় চুল কম ছিল। বলতে গেলে ন্যাড়া। অস্কারের আসরে বসে থাকা উইলের স্ত্রী জাডার অবস্থাও ছিল ঠিক সেরকম। একটি বিরল রোগের কারণে মাথার চুল ফেলে দিতে হয়েছে তাকে।
সেটা নিয়েই মজা করেন সঞ্চালক ক্রিস রক। যেটা মেনে নিতে পারেননি উইল। তিনি দর্শক সারি থেকে কোনো কথা না বলে সোজা মঞ্চে গিয়ে ওঠেন এবং সঞ্চালকের গালে সপাটে চড় কষিয়ে দেন।
অনেকে ভেবেছিল যে এটি শো পরিচালকদের পরিকল্পিত একটি কাজ।কিন্তু স্মিথ তার আসনে ফিরে আসার পরেও চিৎকার করায় সবাই পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারে।
সিটে ফিরেও স্মিথ রাগান্বিতভাবে দু’বার চিৎকার করে রককে বলেন, ‘আপনার মুখে আমার স্ত্রীর নাম নেবেন না।’
আরও পড়ুন: করোনার কারণে এবার মার্চে দেওয়া হবে অস্কার পুরস্কার
২ বছর আগে
অস্কার ২০২২:সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন
চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে এবার সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেসিকা চ্যাস্টেইন। ‘দ্য আইজ অব টেমি ফায়ে’ সিনেমায় বাকেরের চরিত্রে অভিনয়ের জন্য অস্কার জিতলেন এই অভিনেত্রী।
এবারই প্রথম অস্কার জিতেছেন জেসিকা। এর আগে তিনি ২০১৩ সালে ‘জিরো ডার্ক থার্টি’ও ২০১২ সালে ‘দ্য হেল্প’ সিনেমার জন্য মনোনীত হয়েছিলেন।
আরও পড়ুন: অস্কার ২০২২: সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ‘ড্রাইভ মাই কার’
সেরা অভিনেত্রী বিভাগে এবারের মনোনয়ন তালিকায় আরও ছিলেন অলিভিয়া কোলম্যান, পেনেলোপি ক্রুজ, নিকোল কিডম্যান ও ক্রিস্টেন স্টুয়ার্ট।
২ বছর আগে
অস্কার ২০২২:সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম 'ড্রাইভ মাই কার'
অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম পুরস্কার জিতেছে জাপানের ‘ড্রাইভ মাই কার’।
হারুকি মুরাকামির ছোটগল্পের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘ড্রাইভ মাই কার’ চলচ্চিত্রটি। এটি পরিচালনা করেছেন রিসুকে হামাগুচি, যিনি চিত্রনাট্য লেখার জন্যও মনোনীত হয়েছেন।
‘ড্রাইভ মাই কার’ সেরা ছবির জন্যও মনোনীত হয়েছে।
আরও পড়ুন: মহামারির কারণে পেছাল অস্কার-২০২১ অনুষ্ঠান
চলচ্চিত্রটি জাপান থেকে পঞ্চমবারের মতো অস্কারের পুরস্কার জিতেছে এবং ২০০৮ সালের পর প্রথমবার মতো এই পুরস্কার জিতল দেশটি।
ইতালির ‘দ্যা হ্যান্ড অব গড’, নরওয়ের ‘দ্য ওয়ার্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’, ডেনমার্কের ‘ফ্লি’ এবং ভুটানের ‘লুনানা: এ ইয়াক ক্লাসরুম’কে হারিয়ে ‘ড্রাইভ মাই কার’ সেরা পুরস্কার জিতে নিল।
২ বছর আগে
সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশের প্রশংসা লিওনার্দো ডিক্যাপ্রিও’র
সেন্টমার্টিন দ্বীপের চারপাশে সামুদ্রিক সুরক্ষিত এলাকা (এমপিএ) গড়ে তোলায় বাংলাদেশ সরকার, স্থানীয় জনগোষ্ঠী এবং এনজিওগুলোকে অভিনন্দন জানিয়েছেন অস্কার বিজয়ী হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। তিনি বলেছেন, এই পদক্ষেপ ওই অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
শুক্রবার রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময়) তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে ডিক্যাপ্রিও লিখেছেন,‘সেন্টমার্টিন দ্বীপের চারপাশে নতুন প্রতিষ্ঠিত সামুদ্রিক সুরক্ষিত অঞ্চলের জন্য বাংলাদেশ সরকার, স্থানীয় জনগোষ্ঠী এবং এনজিওগুলোকে অভিনন্দন, যা জীববৈচিত্র্যের একটি অসাধারণ পরিমণ্ডলকে রক্ষা করবে এবং বাংলাদেশের একমাত্র প্রবাল প্রাচীরের জন্য প্রাকৃতিক আবাসস্থল জোগান দেবে।’
সেন্টমার্টিনের একটি দৃষ্টিনন্দন ছবিও টুইটে শেয়ার করেছেন ডিক্যাপ্রিও। ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির সৌজন্যে এটি পাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
তার এই টুইটটি ৫০০ বারের বেশি রিটুইট হয়েছে। টুইটারে তার ফলোয়ার ১ কোটি ৯৫ লাখের বেশি।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বন্যপ্রাণী রক্ষায় লিওনার্দো ডিক্যাপ্রিওর ৩ মিলিয়ন ডলার
২ বছর আগে
‘রেহানা মরিয়ম নূর’: এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পেলেন সাদ ও বাঁধন
সারাদেশে মুক্তির আগের দিন ‘রেহানা মরিয়ম নূর’ টিম ১৪তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস এ দু’টি পুরস্কার পেয়েছে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ১৪তম এশিয়া প্যাশিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
চলচ্চিত্রটির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ জুরি গ্র্যান্ড পুরস্কার ও নায়িকা আজমেরী হক বাঁধন সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কার লাভ করেন। বৃহস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলন করে ‘রেহানা মরিয়ম নূর’ টিম এ তথ্য জানায়।
এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের জন্য এ অঞ্চলের ২৫টি দেশকে মনোনীত করা হয়। দেশগুলোর মধ্যে রয়েছে- আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, মিশর, হংকং, ভারত, ইরাক, ইরান, ইসরাইল, জাপান, লেবানন, নিউজিল্যান্ড, কাতার, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, সৌদি আরব, থাইল্যান্ড, তুরস্ক ও ভিয়েতনাম।
অভিনেত্রী বাঁধন ইউএনবিকে বলেন, ‘আমি আমার খুশি ও আনন্দ প্রকাশ করতে পারছি না। আমি বরাবরই বলে থাকি, আমাদের পরিচালক সাদ ও সম্পূর্ণ দল ছাড়া এসবের কিছুই সম্ভব হত না। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’
তিনি বলেন, ‘এটা আমাদের দলের জন্য সম্মানের বিশেষ করে মুক্তির আগে এবং আমরা আগ্রহ নিয়ে আমাদের চলচ্চিত্র নিয়ে প্রিয় দর্শকদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি।’
শুক্রবার সারা দেশের ১২টি সিনেমা হলে 'রেহেনা মরিয়ম নূর’ মুক্তি পাবে।
চলচ্চিত্রটি ২০২২ সালের অস্কারের জন্য বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছে।
এর আগে ৭ জুলাই ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটি ‘ইউএন সার্টেন রিগার্ড’ বিভাগে প্রদর্শিত হয়েছে।
আরও পড়ুন: রেহানা মরিয়ম নূর: কানের সম্মানজনক তালিকায় বাংলাদেশি চলচ্চিত্র
অ্যাপসা’য় সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন বাঁধন
৩ বছর আগে