গিটার জাদুকর, রকস্টার, সুরকার ও গীতিকার আইয়ুব বাচ্চুর তৃতীয় প্রয়াণ দিবস আজ। ২০১৮ সালের এই দিনে দুই বাংলার তুমুল জনপ্রিয় এই রকস্টার না ফেরার দেশে পাড়ি জমান।
আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ‘মায়াবী গিটার ফেলে’ শিরোনামে একটি গান প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের লোকসঙ্গীত শিল্পী ও সংগীত পরিচালক দেব চৌধুরী। ইতোমধ্যে গানটি আইয়ুব বাচ্চুর ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
দেব চৌধুরী কলকাতার সহজিয়া ব্যান্ডের মূল গায়ক। চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবেও কাজ করেন তিনি। কৈশোর থেকে আইয়ুব বাচ্চুর গানের ভক্ত তিনি। তাঁর প্রথম গুরু জনপ্রিয় গানের দল ‘মহীনের ঘোড়াগুলি’র গৌতম চট্টোপাধ্যায়।
২০১৮ সালে আইয়ুব বাচ্চুর প্রয়াণের রাতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘মায়াবী গিটার ফেলে’ গানটি লেখেন এবং সুর দেন। পরদিন কলকাতার আকাশ আট চ্যানেলের ‘গুড মর্নিং আকাশ’ অনুষ্ঠানে গানটি সরাসরি গেয়েও শোনান দেব চৌধুরী।
আইয়ুব বাচ্চুকে ‘কৈশরের রক আইকন’ আখ্যা দিয়ে গানে গানে স্মরণ করেন প্রিয় তারকাকে। গানের কয়েকটি বাক্য এমন- ‘নিয়ন আলোয় মাখা ফুটপাথে/ আমি একাকী হাঁটছি মাঝরাতে/ রাতের তারার চোখে বিষণ্ণতা/ না বলেও বলে দেয় অনেক কথা। ‘গিটারের ছয় তারে ভালোবাসার টান/ গিটার রসকলি গিটার আজান...’। এছাড়া গানটির শেষে যোগ করা হয়েছে আইয়ুব বাচ্চুর ‘রুপালি গিটার’ গানের কয়েকটি চরণও।
সিনে লাইভ মিডিয়ার নিবেদিত গানটির শুরুতে দেব চৌধুরী বলেন, ‘আইয়ুব বাচ্চু আমাদের প্রজন্মের কৈশোরের রক আইকন। একটা ভাঙ্গা গিটার বুকে জড়িয়ে অনেক না ঘুমানো রাত তার গান নিয়ে কেটেছে। ২০১৮ সালের ১৮ অক্টোবর তিনি বড় অসময়ে পরপারে চলে গেলেন। সে দিন শেষ রাতে এই গানটির জন্ম। ট্রিবিউট টু দ্য বেঙ্গলি রক মাইলস্টোন, আইয়ুব বাচ্চু।’
আরও পড়ুন: আইয়ুব বাচ্চুর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ