শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে তিনি নিউ জার্সির জার্সি সিটি মেডিকেল সেন্টারে (জেসিএমসি) চিকিৎসাধীন আছেন।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য সায়রুল কবির খান জানান, বেবী নাজনীন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এবং দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করা বেবী নাজনীন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
সায়রুল জানান, তিনি গত ১৮ নভেম্বর জ্বর ও কিডনিজনিত জটিলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর কোভিড-১৯ পরীক্ষা করেছিলেন এবং শুক্রবার সন্ধ্যায় ফলাফল পজেটিভ আসে।
বেবী নাজনীন ১৯৬৫ সালের ২৩ আগস্ট নীলফামারী জেলার সৈয়দপুরে জন্মগ্রহণ করেন। ১৯৮৭ সালে নাজনীন তার একক অ্যালবাম ‘পত্রমিতা’ প্রকাশের মাধ্যমে সংগীত জগতে আত্মপ্রকাশ করেন। চলচ্চিত্রের সফল এ প্লেব্যাক গায়িকার অনেকগুলো সুপারহিট গানের মধ্যে উল্লেখযোগ্য হলো- কাল সারা রাত ও দুচোখে ঘুম আসে না।
সংগীত জগতে চার দশকের গৌরবময় ক্যারিয়ার নিয়ে বেবী নাজনীন ‘ব্ল্যাক ডায়মন্ড’ হিসেবে বাংলাদেশি দর্শকদের কাছে পরিচিত।
সাহসী মানষ চাই (২০০৫) ছবিতে গান গাওয়ার জন্য তিনি সেরা নারী প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন।