ইনস্টাগ্রামে কাশ্মীর নিয়ে দিয়েছেন বিশদ পোস্ট। তার এই পোস্টকে শুরু হয়েছে নানা বিতর্ক। সমালোচনায় পড়েছেন এই অভিনেত্রী।
মাত্র ১৩ বছর বয়সে বলিউডের মিস্টার পারফেকশনিস্টখ্যাত আমির খানের সাথে ‘দঙ্গল’ ছবিতে প্রথম অভিনয় করেই বাজিমাত করেন জাইরা ওয়াসিম। এই সিনেমার জন্য জাতীয় পুরস্কারও পান তিনি।
সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে জাইরার বক্তব্য, কাশ্মীর আশা ও হতাশার মধ্যে দোদুল্যমান অবস্থায় রয়েছে। বাড়তে থাকা নিরাশা ও দুঃখের মাঝেই উপত্যকায় শান্তি অবস্থান করছে, এমন একটি অসত্য ছবি সকলের সামনে তুলে ধরা হচ্ছে। কাশ্মীরিদের এমন একটি পৃথিবীতে থাকতে হয়, যেখানে যখন খুশি বিধিনিষেধ আরোপ করা হয়!
কাশ্মীরের মানুষগুলোকে কেন যখন-তখন নিয়মের বেড়াজালে বেঁধে ফেলা হয়, প্রশ্ন তুলেছেন জাইরা। মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা কি এত সহজ? মুখ বন্ধ করাও কি এত সহজ? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।
কয়েকমাস আগে বলিউডে অভিনয় তার জীবন দর্শন ও ধর্মের রীতির পরিপন্থী উল্লেখ করে তিনি অভিনয় ছাড়ার ঘোষণা দেন। তখন তাকে নিয়ে বেশ বিতর্ক শুরু হয়।
কাশ্মীর সংক্রান্ত যা যা খবর সামনে আসে তার বেশির ভাগই অসত্য, সাজানো। তাই বিশ্বাস করার আগে প্রশ্ন করুন – আবেদন জাইরার।
জাইরা ‘দঙ্গল’ ছাড়াও ‘সিক্রেট সুপারস্টার’, ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায় অভিনয় করেছেন।
গত আগস্ট মাসের শুরুতে নয়াদিল্লি আকস্মিকভাবে কাশ্মীরের আধা-স্বায়ত্তশাসনের ক্ষমতা তুলে নেয়। এর ফলে ভারত ও পাকিস্তান উভয়ের পুরো নিয়ন্ত্রণ দাবি করা কাশ্মীরে উত্তেজনা বেড়ে যায়। এরপরই ভারত এ অঞ্চলে হাজারে হাজার অতিরিক্ত সেনা মোতায়েন, সহস্রাধিক জনগণকে আটক এবং মোবাইলফোন ও ইন্টরনেট সেবা বন্ধ করে দেয়।
ভারত সরকার প্রায় দুই মাসেরও বেশি সময় পর বিতর্কিত কাশ্মীর উপত্যকায় পোস্ট-পেইড মোবাইল ফোন সেবা পুনরায় চালু করে।