ভারতীয় সংবাদমাধ্যমের নানা জল্পনা কল্পনা শেষে এক ইনস্টাগ্রাম ভিডিওতে এ তথ্য প্রকাশ করেছেন সঞ্জয়।
কমপক্ষে দেড় শতাধিক ছবিতে অভিনয় করা ৬১ বছর বয়সী জনপ্রিয় এ অভিনেতা বলেন, ‘শিগগিরই এ ক্যান্সার থেকে মুক্তি পাব।’
নভেম্বরে পরবর্তী ছবির শ্যুটিং শুরু করার কথাও জানান তিনি।
সঞ্জয় সম্প্রতি চুল কাটার জন্য সেলুনে যান। সেখান থেকে তার একটি ভিডিও শেয়ার করেছেন সেলিব্রেটি হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিম, যা সোশ্যাল মিডিয়ায় ব্যপাকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে, এ অভিনেতা প্রথমবারের মতো তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা তুলে ধরেন এবং তিনি কর্মস্থলে ফিরে আসতে প্রস্তুত বলে জানান, খবর এনডিটিভি।
গত আগস্টে, শ্বাসকষ্টজনিত অসুবিধার জন্য সঞ্জয়ের কোভিড-১৯ পরীক্ষা করা হয়। এর ফলাফল নেগেটিভ আসে। পরবর্তীতে অন্যান্য অসুস্থতার জন্য মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে পরীক্ষায় সঞ্জয় দত্তের ফুসফুসে ক্যান্সার ধরা পড়া বলে জানায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যম।