সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জিফাইভ গ্লোবাল প্রথম বাংলাদেশি ওয়েবসিরিজ ও ওয়েব ছবি দেখানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
অ্যামাজন প্রাইম ও নেটফ্লিক্সের সঙ্গে পাল্লা দিয়ে মোট ১৭টি ভাষার ওয়েব সিরিজ, ওয়েব ছবি, ধারাবাহিক রয়েছে জিফাইভ ওটিটি প্ল্যাটফর্মটিতে।
এছাড়া স্বাস্থ্য এবং লাইফস্টাইল-কেন্দ্রিক প্রচুর নন-ফিকশন শো রয়েছে। শুধু ভারত, বাংলাদেশই নয় দক্ষিণ এশিয়া জুড়েই জিফাইভ দেখেন মানুষ।
এতোদিন বাংলা ভাষার কনটেন্টগুলো কলকাতা থেকে তৈরি হয়ে থাকলেও এবার বাংলাদেশের নিজস্ব বাংলা ওয়েবসিরিজ ও ছবি আসতে চলেছে এ প্ল্যাটফর্মটিতে।
বাংলাদেশে আগামী দিনের কার্যক্রমের ঘোষণা করে জিফাইভ গ্লোবাল জানায়, জিফাইভের পাইপলাইনে বাংলাদেশি একটি ওয়েব ছবি ও একটি ওয়েবসিরিজ রয়েছে। এ ওয়েব ছবিটি হলো-‘যদি… কিন্তু… তবুও’ এবং বাংলাদেশে নির্মিত প্রথম ওয়েব সিরিজ হিসেবে তৈরি হতে যাচ্ছে ‘কনট্র্যাক্ট’।
জানা যায়, প্রথম ওয়েব ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের বিখ্যাত পরিচালক শিহাব শাহিন। যা একটি রোম্যান্টিক ছবি। আর ‘কনট্র্যাক্ট’ হবে একটি থ্রিলার সিরিজ। মহম্মদ নাজিমুদ্দিনের উপন্যাস অবলমন্বনে নির্মিত হতে চলেছে এ সিরিজটি। এ দুটি প্রজেক্টেই প্রধান চরিত্রে থাকবেন বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীরা। ওয়েব সিরিজটি পরিচালনা করবেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, তানিম নূর ও পার্থ সরকার।
সেই সাথে, বাংলাদেশের নতুন প্রতিভার সন্ধানে একটি ট্যালেন্ট হান্ট শো ‘বাংলাদেশের গ্লোবাল সুপারস্টার’ নিয়ে আসতে চলেছে জিফাইভ। শোটিতে বিচারকের আসনে থাকবেন তারকা ব্যক্তিত্বরা। এই প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করতে হবে গ্লোবাল সুপারস্টারের অফিসিয়াল ওয়েবসাইটে।
আবেদনকারীদের মধ্যে থেকে সংক্ষিপ্ত তালিকা করা হবে পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী প্রতিযোগীকে। এ ১০ জনকে নিয়ে অনুষ্ঠিত হবে ট্যালেন্ট হান্ট শো, যেখান থেকে বেছে নেয়া হবে দুই বিজয়ীকে।
তবে, কবে থেকে নতুন কনটেন্টের স্ট্রিমিং শুরু হবে, সে ব্যাপারে কোনও নির্ধারিত দিন ঘোষণা করা হয়নি।