এনডিটিভি’র বুধবারের এক প্রতিবেদনে বলা হয়, গত রবিবার পোস্ট করা টুইটারে গিবস লেখেন, ‘সকালে পাখিরা কলতান করছে, তাই আমিও তাই করবো। দেখি লোকেরা কি বলে।’
গিবসের পোস্টটি পছন্দ হয়েছিল টুইটারের অফিসিয়াল অ্যাকাউন্টের। এতে আনন্দিত হয়ে তিনি অভিনেত্রী আলিয়া ভাটের জিআইএফ ফিচারিং শেয়ার করেন।
এরপরই টুইটার ব্যবহারকারীরা আলিয়াকে গিবস চেনেন কিনা জানতে চাইলে সাবেক ক্রিকেটার বলেন, ‘এই নারী সম্পর্কে আমার কোনও ধারণা নেই।' এরপরই ভক্তরা আলিয়া সম্পর্কে জানান।
পরেই টুইটে আলিয়াকে ট্যাগ করে হার্শেল গিবস লেখেন, ‘আপনাকে চিনি না বা জানি না, আপনি কোথাকার অভিনেত্রী। কিন্তু, সুন্দর জিআইএফ।’
গিবসের টুইটের জবাবে কোনো রাক ঢাকা না করে মহেশ ভাটের মেয়ে আলিয়া নিজের একটি জিআইএফ ফিচারিং স্মাইলি দিয়ে পোস্ট করেন।
প্রসঙ্গত, আলিয়া ভাটের এখন ব্যস্ত শিডিউল। তার আসন্ন ছবির মধ্যে রয়েছে এস এস রাজামৌলির আরআরআর। এই ছবিতে তার সহ অভিনেতা হিসেবে দেখা যাবে রাম চরণ ও অজয় দেবগন। এছাড়াও পাইপলাইনে আছে রনবীর কাপুর ও অমিতাভ বচ্চনের বিপরীতে পরিচালক অয়ন মুখার্জির ব্রহ্মাস্ত্র। আলিয়াকে সাদাক-২ তেও দেখা যাবে।
সঞ্জয়লীলা বান শালীর ইনশাল্লাহতে সালমান খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাতে পারে আলিয়াকে। তবে পিটিআই জানাচ্ছে সিনেমাটি আপাতত বন্ধ রাখা হয়েছে।