সুলতান মঞ্চে সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক ও এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মো. এমদাদুল হক চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুস সবুর খান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, সুলতান বেঙ্গল আর্ট কলেজের অধ্যক্ষ অশোক কুমার শীল, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট রওশন আরা কবীর, আঞ্জুমান আরা বেগম, প্রেসক্লাব সভাপতি আলমগীর সিদ্দিকী,আশরাফুজ্জামান ঝিন্টু প্রমুখ।
মেলা প্রাঙ্গণে দেশের বিভিন্ন এলাকা থেকে নানা পসরা নিয়ে মাঠে বসেছে প্রায় শতাধিক স্টল। সুলতান উৎসবের মূল আকর্ষণ থাকে নড়াইলের চিত্রা নদীতে নৌকা বাইচ।
মেলার শেষদিন ৮ সেপ্টেম্বর পুরুষ ও নারীদের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মেলার তৃতীয়দিনে থাকছে হাজার খানেক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
এছাড়া ভারত ও বাংলাদেশের চিত্রশিল্পীদের চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে প্রতিদিনই। সুলতান উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নড়াইলে আসতে শুরু করেছেন অতিথিরা।