এমনিতেই বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে থাকেন পরমব্রত। সেই সঙ্গে প্রযোজনা-পরিচালনা তো রয়েইছে। পরমের শেষ পরিচালিত ছবি ‘সোনার পাহাড়’ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, পরিচালক অনিন্দ্য বিকাশ দত্তর ছবি ‘শকুনের লোভ’, এই ছবিতেই প্রায় ১৬ বছরের পুরানো হত্যাকাণ্ডের রহস্য নিয়ে কাজ শুরু করবেন পরম। এই চলার পথেই বেরিয়ে আসবে নানা গোপন কাহিনী। এদিন ছবির ফার্স্টলুক শেয়ার করলেন পরমব্রত চট্টোপাধ্যায়।
এই ছবিতেই পরমব্রতের বিপরীতে দেখা যাবে ‘ঘরে বাইরে আজ’ খ্যাত অভিনেতা তুহিনা দাসকে। জয় সেনগুপ্ত থাকছেন পুলিশ অফিসারের ভূমিকায়। আগাগোড়া রহস্যে মোড়া এই ছবিতে রোলার কোস্টার রাইড যে দেখা যাবে তা আসাই করা যায়। চিত্রনাট্যের সংক্ষিপ্তসার শুনে সে ইঙ্গিতই পাওয়া যাচ্ছে।
২০১৯-এর শেষটা বেশ ভালই হয়েছে পরমব্রতর।সায়ন্তনের পরিচালনায় ‘সাগরদ্বীপে যকের ধন’ বহুল প্রশংসিত হয়েছে। নতুন বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘দ্বিতীয় পুরুষ’। ‘অটোগ্রাফ’-এর সিক্যুয়াল এই থ্রিলারে তার বিপরীতে রয়েছেন রাইমা সেন। সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে ‘শকুনের লোভ’।