টলিউড
আবারও টলিউডের নায়িকার সঙ্গে শাকিব খান
কলকাতার বেশ কয়েকজন নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন ঢালিউড কিং শাকিব খান। গত ঈদে ‘প্রিয়তমা’ সিনেমায় দেখা যায় ইধিকা পালকে। তাদের রসায়ন বেশ ভালোভাবে গ্রহণ করেছে দর্শক।
নতুন খবর হচ্ছে আবারও কলকাতার নায়িকার সঙ্গে জুটি বাঁধবেন শাকিব। পরিচালক অনন্য মামুনের পরবর্তী সিনেমার একটিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন মিষ্টি চক্রবর্তী। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে এই খবর জানা যায়।
আরও জানা যায়, আগামী বছর শুরু হবে সিনেমাটির কাজ।
আরও পড়ুন: ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে এবার বলিউড নায়িকা
এদিকে পরিচালক অনন্য মামুনের বিপরীতে এরই মধ্যে বলিউডের নায়িকা সোনাল চৌহানের সঙ্গে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। যার শুটিংও শুরু হয়েছে।
এই সিনেমায় বাংলাদেশ ও কলকাতার আরও তারকা রয়েছেন। তারা হলেন- মিশা সওদাগর, লুৎফর রহমান জর্জ, এলিনা শাম্মি, পায়েল সরকার, রাজেশ শর্মা, দেব চন্দ্রিমা প্রমুখ।
আরও পড়ুন: আনকাট ছাড়পত্র পেল শাকিব খানের 'প্রিয়তমা'
১ বছর আগে
'বাঘা যতীন' লুকে দেবের চমক
টলিউডের জনপ্রিয় চিত্রনায়ক দেব তার নতুন লুক নিয়ে রয়েছেন আলোচনায়। মুখ ক্ষত-বিক্ষত, একমাথা রুক্ষ চুল- ‘বাঘা যতীন’ সিনেমায় এভাবে নতুন রূপে দেখা দিয়েছেন তিনি।
শুক্রবার সিনেমাটির নির্মাতা প্রকাশ করলেন দেবের এই বিশেষ লুক।
বৃটিশ শাসনামলের ঘটনা নিয়ে নির্মিত 'বাঘা যতীন'। এতে বাঘা যতীনের ভূমিকায় দেবকে একাধিক লুক দেখা যাবে।
আরও পড়ুন: নেটফ্লিক্সে বাঁধনের ‘খুফিয়া’ আসছে ৫ অক্টোবর
এ নিয়ে কলকাতার সংবাদমাধ্যমে দেব বলেন, 'এই ছবিতে এমন এক মানুষের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি, যিনি মহৎ উদ্দেশ্য সাধনের জন্য ছদ্মবেশ ধারণের গুরুত্ব বুঝতেন। একইভাবে আমার চরিত্রটিও ছবিতে একাধিক পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়েছে।’’
অরুণ রায় পরিচালিত ‘বাঘা যতীন’ মুক্তি পাবে এই পুজোয়।
আরও পড়ুন: জাওয়ান: বাদশাহ তার ‘মুকুট’ নিয়ে ফিরল
অনুমতি ছাড়াই মাইকেল হাত ধরে আমাকে সরাতে গেছেন: সায়ন্তিকা
১ বছর আগে
রাস্তায় ঘুরে বেড়ালেও আমাকে কেউ চিনত না: জয়া আহসান
দেশের গণ্ডি পেরিয়ে এরইমধ্যে টলিউডে বেশ জনপ্রিয় জয়া আহসান। এই তারকার ক্যারিয়ারে নতুন এক পালক যোগ হলো। এবার ইরানি সিনেমায় দেখা যাবে তাকে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেঁস্তোরায় গণমাধ্যমে সিনেমা প্রসঙ্গে জানান জয়া।বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় সিনেমাটির নাম ‘ফেরেশতে’। এটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ। এর গল্প ও চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজে।
ছবিটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সুবিধাবঞ্চিত একটি পরিবারের গল্প উঠে আসবে এই সিনেমায়। তবে নেতিবাচকতা নয়-খুব ইতিবাচকভাবেই বিষয়টি তুলে ধরা হবে।এপ্রিলের শুরু থেকে ঢাকার বিভিন্ন জায়গায় ‘ফেরেশতে’-এর শুটিং হয়েছে। এমনকি পহেলা বৈশাখকে কেন্দ্র করে শুটিং হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।
আরও পড়ুন: সিয়াম-পূজা জুটির বৈশাখ চমক
২ বছর আগে
প্রথমবারের মতো নুসরাত ফারিয়ার বিপরীতে যশ
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার সিনেমা দিয়ে চিত্রনায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। পরবর্তীতে দেশের প্রযোজনায় কাজ করলেও যৌথ প্রযোজনার পাল্লাটা ভারী তার। আর এতে দেশের পাশাপাশি ওপার বাংলাতেও তার রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তাই এবার টলিউডের একক প্রযোজিত সিনেমায় প্রথম দেখা যাবে ফারিয়াকে।
‘রকস্টার’ শিরোনামে সিনেমাটিতে টলিউডের যশ দাশগুপ্তের সঙ্গে জুটি বেঁধেছেন নুসরাত ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর নিজের ভেরিফাইড পেইজ থেকে খবরটি নিজেই জানিয়েছেন এই নায়িকা।
আরও পড়ুন: চমকে দেওয়ার দিনটিই ছিল বাপ্পিজির সঙ্গে শেষ দেখা: রুনা লায়লা
বাংলাদেশের শাপলা মিডিয়ার অঙ্গপ্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় ‘রকস্টার’ নির্মিত হচ্ছে। পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। মূলত ভারতে মুক্তি পাবে এই সিনেমা। তবে বাংলাদেশেও মুক্তি পেতে পারে বলে জানা গেছে।
অন্যদিকে ফারিয়া কলকাতার একক প্রযোজনার আরও দুটি সিনেমায় চুক্তিবদ্ধ রয়েছেন। সিনেমা দুটি হলো- ‘ভয়’ ও ‘বিবাহ অভিযান টু’। অন্যদিকে বাংলাদেশে মুক্তির অপেক্ষায় আছে নুসরাত ফারিয়া অভিনীত ‘বঙ্গবন্ধু’ ও ‘অপারেশন সুন্দরবন’।
আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ পাচ্ছেন যারা
২ বছর আগে
বাংলাদেশের মিউজিক ভিডিওতে টলিউডের মিমি
শুরুতেই চমক নিয়ে হাজির হয়েছে টিএম রেকর্ডস। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীতায়োজনে মঙ্গলবার প্রকাশিত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী আরেফিন রুমির গান ‘তুই আর আমি’।
গানটির ভিডিওতে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক নীরবের সঙ্গে জুটি হয়েছেন টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মিমি চক্রবর্তী। এই প্রথম বাংলাদেশের কোনো কাজে যুক্ত হলেন তিনি।
গান ও তার এমন বর্ণাঢ্য উপস্থাপনে দারুণ উচ্ছ্বসিত আরেফিন রুমি। তিনি বলেন, ‘গানটি কৌশিক হোসেন তাপস যত্নে রেখেছিলেন নিজে গাইবার জন্য। কিন্তু গানটি আমার মায়ের পছন্দ হয়ে যাওয়ায় তার প্রতি সম্মান দেখিয়ে এটি আমাকে উপহার দিয়েছেন তিনি।’
তিনি বলেন, ‘এত সুন্দর একটি গান আমি গাইতে পেরেছি। তার কথা, সুর, চমৎকার কম্পোজিশন ও মিউজিক ভিডিওটি এতটা আন্তর্জাতিক মানের ও দৃষ্টিনন্দন হয়েছে যে পুরো ব্যাপারটা স্বপ্নের মতো লাগছে! আমার বিশ্বাস এই গানটি হবে বাংলাদেশের সংগীত প্রেমীদের জন্য এই পর্যন্ত পাওয়া অন্যতম শ্রেষ্ঠ উপহার।’
টিএম রেকর্ডস জানায়, দেশি শিল্পীদের কণ্ঠে ও বিশ্বমানের যন্ত্রানুষঙ্গে ইতোমধ্যে প্রায় অর্ধশতাধিক গান রেকর্ড সম্পন্ন হয়েছে। মিউজিক ভিডিও নির্মাণের কাজও এগিয়ে চলছে দেশে ও দেশের বাইরে। যাতে অংশগ্রহণ করছেন দেশ-বিদেশের বিখ্যাত তারকারা। চলতি মাস থেকেই নিয়মিত বিরতিতে নতুন নতুন গান প্রকাশিত হবে।
আরও পড়ুন: লাভ মকটেল ছবির সফলতার পর এবার আসছে লাভ মকটেল-২
হয়ে গেল ‘মৃধা বনাম মৃধা’র প্রিমিয়ার শো
২ বছর আগে
সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি
ফের শারীরিক অবস্থার অবনতি হয়েছে প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের।
৪ বছর আগে
হিন্দুকে নয়, মেধাবী-দয়ালু মানুষকে বিয়ে করেছি: মিথিলা
মাত্র একবছর আগে শিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে সৃজিত মুখার্জীর সাথে পরিচয় হয় মিথিলার। সেখান থেকে বন্ধুত্ব তারপরই প্রেম ও বিয়ে।
৪ বছর আগে
পরমব্রত চট্টোপাধ্যায় যখন ক্রাইম রিপোর্টার
বছরের শুরুতেই টলিউডে ‘ধর্মযুদ্ধ’ চলচ্চিত্রের মহরত হয়েছে। এরই মধ্যে ক্রাইম রিপোর্টারের ভূমিকায় পর্দায় আসার প্রস্তুতি শুরু করেছেন ভারতের বাংলা চলচ্চিত্রের এ সময়ের অন্যতম জনপ্রিয় তারকা পরমব্রত চট্টোপাধ্যায়।
৪ বছর আগে
এবার প্রসেনজিতের সাথে জুটি বাঁধলেন জয়া আহসান
ঢাকা, ১৩ সেপ্টেম্বর (ইউএনবি)- পরিচালক অতনু ঘোষ ‘ময়ূরাক্ষী’ ও ‘বিনিসুতোয়’ ছবির পর এবার নিয়ে এসেছেন ‘রবিবার’।
৫ বছর আগে