প্রতিষ্ঠার দশ বছর পর অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে প্রগ্রেসিভ অ্যান্ড অল্টারনেটিভ রক ‘ব্যান্ড স্টোন’। ব্যান্ড সংগীতের শহর চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করা এই ব্যান্ড বর্তমানে পারফর্ম করছে দেশের নানা প্রান্তে।
মূলত শ্রোতাভিত্তি তৈরি হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছে তারা।
২ নভেম্বর প্রকাশ পেল তাদের প্রথম অ্যালবাম ‘অবশ প্রলাপ’এর প্রথম গান ‘আলোর শিহরণ’।
আরও পড়ুন: অবশেষে শাকিব খানকে পেলেন নির্মাতা রায়হান রাফি
ব্যান্ডটি জানায়, ২০২০ সালে অ্যালবামটি প্রকাশের কথা থাকলেও করোনা মহামারির কারণে পিছিয়ে যায় এ উদ্যোগ। ‘আলোর শিহরণ’গানটি ছাড়াও ‘মেঘ’, ‘নেই তুমি’ ‘অমানুষ’, ‘বিষাদের আলিঙ্গন’, ‘ঘুনে ধরা শহর’, ‘বৃষ্টি’ এবং ‘অবশ প্রলাপ’সহ মোট আটটি গান নিয়ে সাজানো হয়েছে প্রথম অ্যালবামটি।
গানগুলো নিয়মিত বিরতিতে চলতি বছরই প্রকাশ করতে যাচ্ছে তারা। নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশের পাশাপাশি এগুলো মুক্তি পাবে স্পটিফাই, অ্যামাজন, আইটিউনস, অ্যাপল মিউজিক, ডিজারের মতো জনপ্রিয়সব আর্ন্তজাতিক মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে।