ভিন্নধর্মী শপথ গ্রহণের মাধ্যমে গত ৩ আগস্ট এক জমকালো অনুষ্ঠানে চরকি ঘোষণা দেয় ‘মিনিস্ট্রি অব লাভ’ নামের একটি প্রজেক্ট। যেখানে ১২ জন জনপ্রিয় নির্মাতার ১২টি ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানাচ্ছে।
এই পুরো প্রজেক্ট এর সার্বিক তত্ত্বাবধানে থাকছেন জনপ্রিয় পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী।
এই প্রজেক্টের একটি সিনেমা 'কাছের মানুষ দূরে থুইয়া'।
‘দূরত্ব ভালোবাসার ওপর কীভাবে স্ট্রেস দেয়, কীভাবে সম্পর্কের টানাপোড়ন তৈরি করে তা এই সিনেমায় থাকবে। যারা প্রবাসে থাকেন তারা এটা ভালো ধরতে পারবেন। এটা একটা স্পর্শের গল্প।’
‘কাছের মানুষ দূরে থুইয়া’-এর কিছু শ্যুটিং হয়েছে বাংলাদেশে, আর কিছু অংশ শ্যুট হয়েছে অস্ট্রেলিয়ায়।
দেশের বাইরে পুরো ইউনিট নিয়ে কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানিয়ে পরিচালক বলেন, ‘অস্ট্রেলিয়ার শ্যুটে যারা জড়িত ছিল সবাই অক্লান্ত পরিশ্রম করছে। তারা ছাড়া কাজটি করা কঠিন হতো। আমরা রাজশাহীতেও কাজ করেছি। সেখানকার সবাইও ভালোবাসা-ভালোলাগা থেকে আমাদেরকে সাহায্য করেছেন। রাজশাহী ও অস্ট্রেলিয়ার দুই জায়গাতে প্রেমের গল্প বলার মতো দারুণ জায়গা পেয়েছি।’
সিনেমার মূল চরিত্রে দেখা যাবে তাসনিয়া ফারিণকে।
আরও পড়ুন: বিয়ে করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ