ফ্লোরিডায় ২০২২ সালের ট্রেজার কোস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম, মিউজিক অ্যান্ড আর্ট ফেস্টিভালে জোয়েল সতোলঙ্গো মাইক্রো ফিল্ম অ্যাওয়ার্ডের জন্য বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘ড্রিম রান’ মনোনীত হয়েছে।
পরিচালক হিসেবে আত্মপ্রকাশের আগে অনেক বিদেশি চলচ্চিত্র নির্মাতার সঙ্গে কাজ করা মোহাম্মদ তাওহিদুল আহসান তথ্যচিত্রটি পরিচালনা করেছেন।
'ড্রিম রান' দলে আরও আছেন আলোকচিত্র পরিচালক হিসেবে আশরাফ উদ্দিন আহমেদ জয়, সম্পাদক হিসেবে জোয়াও রামোস ও প্রযোজক হিসেবে মেঘনা অগ্নিহোত্রী।
বাংলাদেশের হারিয়ে যাওয়া রিকশা শিল্পের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে তথ্যচিত্রটি। এতে রিকশায় রং-তুলির ছোঁয়া ও এর সাজসজ্জায় শিল্পীদের ইতিহাস ও সংগ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: ভারতীয় চলচ্চিত্র শিল্পে ৯০ শতাংশ বিদেশি শিল্পীই ‘অবৈধ অভিবাসী’
'ড্রিম রান' এর আগে ইয়ান আর্থাস-বারট্রান্ড পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'হিউম্যান' এ কাজ করেন আহসান। চলচ্চিত্রটি ২০১৪ সালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ হলে প্রথমবার প্রদর্শিত হয়।
২০১৮ সালে আহসান ডন নাটালিয়া পরিচালিত 'আনসিভিল সার্ভেন্ট' নামে একটি টেলিভিশন চলচ্চিত্রে কাজ করেন। যেটি ২০২০ সালে ট্রেজার কোস্ট ফিল্ম ফেস্টিভ্যালে ফ্লোরিডা ফিল্ম জেম অ্যাওয়ার্ড জয়লাভ করে।
আহসান মর্যাদাপূর্ণ বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের ভার্চুয়াল রিয়ালিটি বাস্তবায়ন প্রকল্পের জন্য একজন শৈল্পিক পরিচালক এবং এর ত্রিমাত্রিক (৩৬০ ডিগ্রি) চিত্রায়ন পরিচালক হিসেবে কাজ করেন।
'ড্রিম রান' তথ্যচিত্রটির শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত রিগাল সিনেমা ১৪-তে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: ইরানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি গ্রেপ্তার
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: এবার বিশেষ জুরি পুরস্কার পেল ‘আদিম’