ইরানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার দেশটির একাধিক সংবাদপত্রে এ তথ্য জানানো হয়েছে।
এই নিয়ে গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তৃতীয় পরিচালক হিসেবে পুলিশ পানাহিকে গ্রেপ্তার করেছে।
পানাহির আগে গ্রেপ্তার হওয়া অন্য দুই ইরানি চলচ্চিত্র নির্মাতা হলেন মোহাম্মদ রাসউলফ ও মোস্তফা আল-আহমাদ।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিদ্রোহীদের ওপর সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয়ায়, দেশের নিরাপত্তা ভঙ্গ করার অভিযোগে কর্তৃপক্ষ তাদের গ্রেপ্তার করেছে।
ইরানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা পানাহি সোমবার সন্ধ্যায় তেহরানে প্রসিকিউটর অফিসে গিয়েছিলেন গত সপ্তাহে আটক হওয়া তার দুই সহকর্মীর মামলার তথ্য যাচাইয়ের জন্য। তখন নিরাপত্তা বাহিনী তাকেও গ্রেপ্তার করে।
নাম প্রকাশ না করার শর্তে পানাহির একজন সহকর্মী দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি)বলেন, কর্তৃপক্ষ পানাহিকে ইরানের কুখ্যাত এভিন কারাগারে পাঠিয়েছে কয়েক বছর আগে শাস্তির মেয়াদ সম্পন্ন করার জন্য।
২০১১ সালে পানাহিকে সরকার বিরোধী প্রচারণার অভিযোগে ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল এবং তাকে ২০ বছরের জন্য চলচ্চিত্র নির্মাণ থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তাকে দেশ ত্যাগ করতেও নিষেধ করা হয়েছিল।
যদিও এরপরও পানাহি চলচ্চিত্র নির্মাণ করে যাচ্ছিলেন।
পানাহি একাধিক উৎসব পুরষ্কার জিতেছেন। ২০১৫ সালে তিনি ‘ট্যাক্সি’ সিনেমার জন্য ‘বার্লিন গোল্ডেন বিয়ার’ উৎসবে পুরস্কৃত হন এবং ২০০০ সালে ‘দ্য সার্কেল’ সিনেমার জন্য ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন লায়ন’ পুরস্কার জেতেন।
বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল পরিচালকরা জানান, পানাহির গ্রেপ্তারের কথা শুনে তারা ‘হতাশ ও ক্ষুব্ধ’।
তারা আরও বলেন, ‘জাফর পানাহিকে গ্রেপ্তার করা বাকস্বাধীনতা ও শিল্পের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন।’
আরও পড়ুন: শিনজো আবের শেষকৃত্য আজ