বৃহস্পতিবার দুপুর ১২টায় আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারিক শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বুধবার সাড়ে ১০টায় বগুড়া সদর থানার সামনের সড়ক কবি নজরুল ইসলাম সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। এরপর তাকে থানা হেফাজতে রাখা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এস আই আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে হিরো আলমকে দেখতে উৎসুক জনতা সকাল থেকেই সদর থানা ও আদালত চত্বরে ভিড় করেন। এসময় ভিড় সামাল দিতে পুলিশকে বেগ পেতে হয়।
এ বিষয়ে বুধবার রাতে হিরো আলম জানান, পুলিশ মামলা আপোসের কথা বলে থানায় ডেকে নেয়। পরে তাকে কারাগারের হেফাজতে নেয়া হয়।
এর আগে হিরো আলমের শ্বশুর সদর উপজেলার এরুলিয়া গ্রামের সাইফুল ইসলাম তার মেয়ে সাদিয়া আক্তার সুমিকে ২ লাখ টাকা যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে থানায় তার বিরুদ্ধে এজাহার দাখিল করেন। রাতে মামলা রেকর্ড করে পুলিশ। তবে যৌতুকের দাবি অস্বীকার করেছেন হিরো আলম।