সাতবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সংগীত ব্যক্তিত্ব আলাউদ্দীন আলী রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
পারিবারের সদস্যরা, তার মেয়ে আলিফ আলাউদ্দিন এবং মেয়ের জামাই গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে আলাউদ্দিন আলীর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
ফুসফুস জটিলতার কারণে গুরুতর অবস্থায় শনিবার হাসপাতালে বরেণ্য সংগীতব্যক্তিত্ব আলাউদ্দীন আলী ভর্তি করা হয়। মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি লাইফ সার্পোটে ছিলেন।
বাংলা গান, বিশেষ করে বাংলা চলচ্চিত্রে অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা আলাউদ্দীন আলী একই সঙ্গে সুরকার, সংগীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার। তিনি তিন শতাধিক চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন।
গুণী এই মানুষ ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ি গ্রামে গ্রন্মগ্রহণ করেন। তার বাবার নাম ওস্তাদ জাদব আলী এবং মায়ের নাম জোহরা খাতুন।