সংগীত পরিচালক
ছাদ থেকে পড়ে আহত শিল্পী নকুল কুমার
বাড়ির ছাদ থেকে পড়ে আহত হয়েছেন গীতিকার, গায়ক ও সংগীত পরিচালক নকুল কুমার বিশ্বাস।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের নিজ বাড়িতে শিমুলগাছের ডাল কাটতে নিজ বাড়ির দোতলার ছাদে ওঠেন তিনি। এ সময় অসাবধানবশত রেলিংয়ের পাশ থেকে মাটিতে পড়ে যান তিনি।
রবিবার সন্ধ্যায় নকুল কুমার নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে খবরটি নিশ্চিত করেছেন।
জানা যায়, তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করার পর অবস্থার উন্নতি না হলে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভিসা বিপত্তির কারণে যা বললেন ফারিণ
ভিডিওতে নকুল কুমার বিশ্বাস বলেন, ‘গ্রামের বাড়ির দোতলা ভবনের চারপাশ শিমুলগাছের ডালে ছেঁয়ে গেছে। সেই ডাল কাটতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। অন্যের সাহায্য ছাড়া এখন চলতে পারছি না। পপুলার হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। রিপোর্ট হাতে পেলে চিকিৎসকের পরামর্শে পরবর্তী স্বাস্থ্যসেবা নেব। আমার জন্য সবাই দোয়া করবেন।’
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. আবু সফর হাওলাদার সংবাদমাধ্যমকে বলেন, কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তেমন কোনো ক্ষতি হয়নি। শরীরের বিভিন্ন স্থানে ব্যথা পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা নিতে তাকে মেডিকেল কলেজে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাকিবের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা জানালেন মাহি
১০ মাস আগে
জাতীয় পুরস্কার জয়ী সংগীত পরিচালক ফরিদ আহমেদ আর নেই
জাতীয় পুরস্কার জয়ী সংগীত পরিচালক ফরিদ আহমেদ মারা গেছেন।
মঙ্গলবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে করোনার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ফরিদ আহমেদ এবং তার স্ত্রী করোনা পজিটিভ ধরা পরার পর ২৫ মার্চ চিকিৎসার জন্য প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরে ফরিদ আহমেদের অবস্থার অবনতি ১১ এপ্রিল তাকে স্কয়ার হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তরিত করা হয়। করোনার পাশাপাশি তিনি কিডনি এবং ডায়াবেটিস জনিত সমস্যায় ভুগছিলেন।
আরও পড়ুন: রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হক আর নেই
ফরিদ আহমেদের মেয়ে দুর্দানা ফরিদ জানান, আজ (মঙ্গলবার) বিকালে আসর নামাজে পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে কলাবাগান ল’ কলেজের মাঠে। জানাজা শেষে তাকে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।
আরও পড়ুন: করোনায় এনটিভির যুগ্ম বার্তা সম্পাদকের মৃত্যু
গুণী এই সংগীত পরিচালক ২০১৭ সালে ‘তুমি রবে নিরবে’ চলচিত্রে সংগীত পরিচালনার জন্য পান জাতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার সুর করা আলোচিত গানের মধ্যে রয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির আবহ সংগীত ‘কেউ কেউ অবিরাম চুপি’। এছাড়াও চ্যানেল-আই এর ‘হৃদয়ে মাটি ও মানুষ’ এবং সেরা কণ্ঠের আবহ সংগীত পরিচালনার কাজও তার করা।
আরও পড়ুন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী মারা গেছেন
৩ বছর আগে
বরেণ্য সংগীত পরিচালক আলাউদ্দীন আলী মারা গেছেন
সাতবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সংগীত ব্যক্তিত্ব আলাউদ্দীন আলী রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
৪ বছর আগে
সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বিশিষ্ট সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪ বছর আগে