বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে রবিবার (১৫ মে) রাত ৮টা ৪০ মিনিটে বিশেষ অনুষ্ঠান ‘জয়তু বুদ্ধ সাসানং’ একযোগে প্রচারিত হবে।
বিটিভির প্রযোজক (অনুষ্ঠান) সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী প্রযোজিত এই অনুষ্ঠানটিতে ধর্মীয় সংগীত, নৃত্য ও নাটক থাকবে।
অনুষ্ঠানের অংশ হিসেবে একটি বিশেষ নাটক উপস্থাপনার মাধ্যমে গৌতম বুদ্ধের জীবনের একটি অংশ তুলে ধরা হয়েছে।
রিয়েলিটি শো ‘ক্লোজ-আপ ওয়ান’ খ্যাত গায়িকা নিশিতা বড়ুয়া অনুষ্ঠানে ধর্মীয় গান পরিবেশন করেন। সেসময় ‘ধর্মরাজিক ললিতকলা একাডেমি’র প্রায় দুই শতাধিক শিল্পী অংশগ্রহণ করেন।
বাংলাদেশ টেলিভিশনের নিজস্ব স্টুডিওতে রেকর্ডকৃত এই অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন ও লিখেছেন ড.সুমন কান্তি বড়ুয়া।