শনিবার সকালে তাই মুম্বাই থেকে পরিবারের সদস্যদের নিয়ে ইতালির পথে রওনা দিলেন এই জুটি। এই দিন দুজনেই রং মিলিয়ে পরেছিলেন সাদা পোশাক। রণবীরের সঙ্গে ছিলেন তার বাবা, মা এবং বোন । খবর আনন্দ বাজারের।
কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে তাদের বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা। বেঙ্গালুরুতে দীপিকার বাবার বাসায় কন্নর রীতি অনুযায়ী আয়োজন করা হয় নন্দী পূজার। আর রণবীরের মুম্বাইয়ের বাসায় হল তার গায়ে হলুদের অনুষ্ঠান।

সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে তাদের এই আনন্দঘন মুহূর্ত ভক্তদের সাথে ভাগাভাগি করতে ভুলেননি এই তারকা জুটি।
এই সপ্তাহের শুরুতে পরিচালক সঞ্জয় লীলা ভানসালীর বাড়িতে জেতে দেখা যায় তাদের। সঞ্জয়ের বাজিরাও মাস্তানি ,পদ্মাবত ছবিতেও কাজ করেছেন এই জুটি। ইতালিতে শুধু ঘনিষ্ঠ আত্মীয়ও বন্ধুরাই নাকি নিমন্ত্রিত। বলি সূত্রের খবর, নিমন্ত্রণের তালিকায় থাকলেও সঞ্জয় ইতালি যেতে পারছে না । এজন্য বিয়ের আগে তার আশীর্বাদ নিতে গিয়েছিলেন এই জুটি।
বিয়ের দিনগুলোতে জনপ্রিয় ডিজাইনার সব্যসাচি মুখারজির ডিজাইন করা পোশাক পরবেন দীপিকা। ইতিমধ্যে তিনি তার জন্য ২০ লাখ রুপির একটি মঙ্গলসুত্রও কিনেছেন। দীপিকা তার বিয়ের জন্য এক কোটি রুপির গয়না কিনেছেন। বিয়ের দিন পদ্মাবত খ্যাত এই রানি আসল রুপেই রানী হয়ে উঠবেন।