শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে চ্যানেল আই ও রুম টু রিড বাংলাদেশ আয়োজন করেছে ভিন্নধর্মী অনুষ্ঠান ‘বই পড়ি জীবন গড়ি’। এই প্রকল্পটি জাতীয় কারিকুল্যাম ও টেক্সট বুক বোর্ড ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমোদিত শিশুদের পাঠ অভ্যাস গড়ে তোলার একটি কর্মসূচি।
আরও পড়ুন: ৪০০ বছর আগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘কাজল রেখা’
প্রতিটি অনুষ্ঠানে রুম টু রিড বাংলাদেশ প্রকাশিত গল্পের বই থেকে উপস্থাপন করা হবে। অনুষ্ঠানটির প্রচার উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে ১ মার্চ বিকালে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ‘রুম টু রিড বাংলাদেশ’এর কান্ট্রি ডিরেক্টর রাখি সরকার এবং চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।
আরও পড়ুন: আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী