ব্যাপক সমালোচনার মুখে ইউটিউব থেকে সরিয়ে নেয়া হয়েছে জনপ্রিয় জুটি মেহজাবিন চৌধুরী ও আফরান নিশোর অভিনীত ‘ঘটনা সত্য’ টেলিফিল্ম। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ভুল বার্তা দেয়ায় ব্যাপক সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করে রবিবার ইউটিউব থেকে টেলিফিল্মটি সরিয়ে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও (সিএমভি)।
রুবেল হাসান পরিচালিত এবং সিএমভি’র ব্যানারে প্রকাশিত টেলিফিল্মটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এ ঈদুল আজহার বিশেষ অনুষ্ঠানমালার তালিকাভুক্ত ছিল এবং এটি সিএমভির ইউটিউব চ্যানেলেও সম্প্রচারিত হয়।
আরও পড়ুন: পর্নোগ্রাফি সিনেমা তৈরির অভিযোগে শিল্পা শেঠির স্বামী গ্রেপ্তার
টেলিফিল্মটিতে আফরান নিশো গাড়ির চালকের ভূমিকায় আর মেজাবিন একই ভবনের একটি বাসায় গৃহকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন।
এতে দেখানো হয়েছে, এই দম্পত্তি তাদের পেশাগত জীবনে নানা অনিয়ম করেন। পরবর্তীতে বিয়ের পর তাদের একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্ম হয়। এর মাধ্যমে বোঝানো হয়েছে, এই সন্তান তাদের অপকর্মেরই ফল।
টেলিফিল্মটি সম্প্রচারের পর রবিবার ফেসবুক লাইভে এসে আমরিন জামান নামে এক দর্শক প্রতিবাদ ও সমালোচনা করেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সম্পর্কে নির্মাতাদের সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন উত্থাপনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন ফেসবুক গ্রুপেও সমালোচনার ঝড় ওঠে।
আরও পড়ুন: এই ঈদে ‘বউ ডায়েরিজ, ‘রেহানা’সহ জনপ্রিয় সব টিভি শো বায়োস্কোপে
সমালোচনার মুখে রবিবার এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে সিএমভি বলেছে, ‘এ নাটকের নাট্যকার, পরিচালক, প্রযোজক, শিল্পী এবং কলাকুশলীদের পক্ষ থেকে আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের অনেকেই জানিয়েছেন, এ নাটকের মাধ্যমে ভুল বার্তা দেয়া হয়েছে। অভিযোগটির সঙ্গে আমরা সহমত পোষণ করছি। বিষয়টি একেবারেই অনাকাঙ্ক্ষিত। যারা আমাদের নাটক ‘ঘটনা সত্য'র এ বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন, সবাইকে অকুণ্ঠ ধন্যবাদ জানাই। সেই সঙ্গে জানাই, প্রথম বার্তা পাওয়ার পরপরই আমরা উপলব্ধি করি, অসাবধানতাবশত নাটকে আমরা ভুল একটি বার্তা পৌঁছে দিয়েছিলাম। এরপর আমরা সঙ্গে সঙ্গেই নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেই।’
প্রয়োজনীয় সংশোধনের পর নাটকটি পুনরায় সম্প্রচার করা হবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।